"সংগত প্রসঙ্গত অসংগত" বইটির সম্পর্কে কিছু কথা: প্রিয় পাঠক, আমাদের সমাজ জীবনে বিভিন্ন সময় বিভিন্ন ঘটনা ঘটে থাকে। যার কিছু সংগত, কিছু প্রসঙ্গত, কিছু অসংগত। যা মানুষকে হাসায়-কাঁদায়-ভাবায়, কখনাে মানুষের দুশ্চিন্তা বাড়ায়, ক্ষোভ জন্মায়। এ থেকে সংগতভাবে মুক্তি চায় মানুষ। তাই সময় থাকতেই এসব বিষয়ে সংগত কারণে দৃষ্টি দেয়া সংগত। আর আমাদের বহমান জীবনে সময়ের সঙ্গে সঙ্গে নানান প্রসঙ্গ আবির্ভূত হয়। তার মধ্যে গুরুত্বের বিচারে সমসাময়িক প্রসঙ্গকে প্রসঙ্গতই গুরুত্ব দেয়া প্রয়ােজন। কিন্তু নানা জটিলতা, কুটিলতার কারণে গতির অভাবে অসঙ্গতির প্রভাবে আমরা সময়ের কাজ সময়ে করি না। মৌসুমী ফলের মতাে কিছু কিছু মৌসুমী চরিত্র বিভিন্ন মৌসুমে মৌসুমী কর্মকাণ্ড নিয়ে হাজির হয় মানুষের কাছে। ধরা পড়া আর না পড়াতে দুর্নীতির গতি ও নীতির দুর্গতি অতিশয় ক্ষতির প্রভাব ফেলে সমাজের সর্বত্র। বাড়তে থাকে অসঙ্গতি, সম্পূর্ণ বিষয়টিই হয়ে যায় অসংগত। এই সংগত প্রসঙ্গত অসংগত বিষয়গুলাে নিয়েই ২০২০ সালে দেশের বিভিন্ন জাতীয় দৈনিকে বিভিন্ন সময়ে যা লিখেছি তারই সংকলন এই গ্রন্থ। আপনাদের ভালাে লাগলেই, আমার ভালাে লাগবে। শুভকামনা সবার জন্য।
জন্ম : ১৯৫৮। জনপ্রিয় গণমাধ্যম ব্যক্তিত্ব । বিবাহিত। দু সন্তানের জনক। স্ত্রী : সানজিদা। পুত্র ফাগুন। কন্যা বর্ণনা। মানুষ দর্পনে নিজেকে খুঁজে পেলেও পারিপার্শ্বিকে নিজেকে খুঁজে পাওয়া কঠিনতম কাজ। হানিফ সংকেত সেই দুর্লভ শক্তির অধিকারী। গভীর পর্যবেক্ষণ, রমনীয় বর্ণনা, ক্ষুরধার বুদ্ধিবৃত্তি তার উপস্থাপিত বিষয়গুলোকে করে তোলে জীবন্ত। প্রতিটি লেখাই তাজা অথচ মজা। সুন্দর-সপ্রাণ। আমাদের সমাজ ও সামাজিক দ্বন্দ্বের স্বরূপ নিয়ে তিনি ভাবেন। তাঁর বিভিন্ন সাংস্কৃতিক কর্মকান্ডেও তা উজ্জ্বলভাবে প্রতিফলিত। হানিফ সংকেত উপস্থাপিত ইত্যাদি অনুষ্ঠানটি দর্শক পছন্দের শীর্ষে থেকে দীর্ঘ ২৭ বছর ধরে বিটিভিতে চলছে তার বিষয় বৈচিত্ৰ্য, সামাজিক দৃষ্টিভঙ্গি ও উপস্থাপনার নৈপুণ্যে। তাঁর ইত্যাদি অনুষ্ঠানটিই ১৯৯৪ সালের ২৫শে নভেম্বর বিটিভির প্রথম প্যাকেজ অনুষ্ঠান হিসাবে প্রচারিত হয়। ইত্যাদির প্রতিবেদন যেমন বহুমুখী তেমনি সমাজ সচেতনতায়ও থাকে বহুমাত্রিকতা। মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির ক্ষেত্রে নিবেদিত প্রাণ মানুষের অনুসন্ধানে হানিফ সংকেত ছুটে বেড়ান। সারাদেশে এবং সামাজিক দায়বদ্ধতা থেকে তুলে আনেন দেশের প্রত্যন্ত অঞ্চলের প্রচার বিমুখ অনেক সৎ সাহসী, জনকল্যাণকামী, নিভৃতচারী আলোকিত মানুষদের। যাদের অনেকেই পরবর্তীতে পেয়েছেন রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক সম্মান। সামাজিক দায়বদ্ধতাকে প্রাধান্য দিয়ে ইত্যাদি এখন সামাজিক আন্দোলনে পরিণত হয়েছে। দেশে বিদেশে অসংখ্য পুরস্কার পেয়েছেন তিনি। সমাজ উন্নয়নের ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ হানিফ সংকেত ২০১০ সালে পান মর্যাদাকর 'একুশে পদক’। ২০১৪ সালে পেয়েছেন জাতীয় পরিবেশ পদক। বিভিন্ন অসংগতি তুলে ধরে সমাজকে পরিশুদ্ধ করতে তিনি যেমন নিরন্তন কাজ করে যাচ্ছেন তেমনি আমাদের নাগরিক সচেতনতা, কৃষ্টি, সংস্কৃতি ও ঐতিহ্যকে ধরে রাখতেও ভূমিকা রাখছেন আন্তরিকতার সঙ্গে।