কবিতার অন্যতম শক্তি হলো কল্পনা। মানুষের পক্ষে বাস্তুজগতের ঘটে যাওয়া সকল ঘটনার সবটুকু দেখা, জানা বা বাস্তবতার ভাষায় বর্ণনা করা সম্ভব হয় না। তাই কোনো কোনো ঘটনার অন্তরালে না দেখা ঘটনাগুলো কল্পনায় পূর্ণ করে নিতে হয়। কল্পনার শক্তি দিয়ে আবিষ্কার করে আমাদের দেখতে হয় এসব অদৃশ্য যোগসূত্রের নিখুঁত সম্পর্ক। যিনি বাস্তুজগতের ঘটনার অন্তরালের এমন সব লুকায়িত সত্যকে কল্পিত উপমায় মানুষের কাছে মায়াজালে আবদ্ধ করে দৃশ্যে আনতে পারেন তিনিই মূলত কবি। যার কল্পনা শক্তি এ কাজে যত বেশি বলিষ্ঠ এবং স্বচ্ছ তিনিই তত বেশি সফল। এমনই একজন সফল শিল্পী হলেন কবি মঈন মুরসালিন। তাঁর কবিতায় ব্যবহৃত উপমার অন্তরালের সূক্ষ অন্তর্নিহিত সাদৃশ্য উপলব্ধি সহজ নয়। হয়তো তাই, ‘সত্য যে কঠিন’ এ কঠিনকেই কবিতার ছন্দে বাণীবদ্ধ করেন কবি মঈন মুরসালিন। কবিতার এ রহস্যাবৃত সত্যের সৌন্দর্যকে উপলব্ধির জন্য নিবিষ্টচিত্ত দরকার। তবেই পাওয়া যায় অপার আনন্দ। যারা কবিতা পড়তে ভালোবাসেন, কবিতায় সঞ্চিত রস আস্বাদনে আনন্দ পান তাঁরা মঈন মুরসালিনের ‘দুর্বোধ্য মায়ার শহর’ কাব্যগ্রন্থটি পাঠ করুন। এ কাব্যগ্রন্থের কবিতাগুলো আপনাকে দেবে মায়াময় জিনিস হারানোর বেদনা, অদেখাকে দেখার পরিতৃপ্তি, নৈমিত্তিক ঘটনার অন্তরালে ঘটে যাওয়া অদৃশ্য সত্যের রহস্য উন্মোচনের আনন্দ। ‘দুর্বোধ্য মায়ার শহর’ কাব্যগ্রন্থটির কিছু কবিতায় কল্পনার সাথে সৃষ্টি হয়েছে চমৎকার বাণীভঙ্গি ও অপরিহার্য শব্দের বিন্যাস। যা আপনার চিত্তকে আকর্ষণ করবে। কিছু কবিতায় মোহনীয় হয়ে উঠেছে আবেগ ও উপলব্ধির শৈল্পিক অভিব্যক্তি যা বিবেককে করবে ঋদ্ধ। তাই ‘দুর্বোধ্য মায়ার শহর’ পড়তে পড়তে যখন আবেগ, অনুভূতি, কল্পনা এবং উপলব্ধির আনন্দে আন্দোলিত হই তখন মনে হয় গ্রন্থটি কবিতাপ্রেমীদের পড়া উচিত। আমি কবি মঈন মুরসালিনের এই অনন্য কাব্যগ্রন্থ পড়ার আহ্বান জানাচ্ছি সকল কবিতাপ্রেমী পাঠকের প্রতি।
Moin Mursalin এ সময়ের উজ্জ্বল একনিষ্ঠ সাহিত্যকর্মী। তাঁর ধ্যান-জ্ঞান-বিচরণ-মননজুড়ে শুধুই সাহিত্য। তিনি একাধারে কবি, শিশুসাহিত্যিক, প্রকাশক, সম্পাদক ও সাহিত্য সংগঠক। জন্ম ১৯৮৪ সালের ১০ জানুয়ারি ঢাকার মগবাজার মধুবাগ পিত্রালয়ে। শিক্ষাজীবনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন সরকারি তিতুমীর কলেজ থেকে বাংলায় অনার্স এবং মাস্টার্স ডিগ্রি লাভ করেন। ছোটবেলা থেকেই মঈন মুরসালিন জড়িয়ে পড়েন সাহিত্যের সাথে। নিয়মিত লিখছেন জাতীয় দৈনিক, মাসিক, সাপ্তাহিক পত্রিকাগুলোতে। এ যাবৎ প্রকাশিত মৌলিক গ্রন্থ ১৭টি। কর্মজীবনের সূচনা প্রকাশনার মাধ্যমে। নিজস্ব মেধা মনন দিয়ে গড়ে তুলেছেন ‘প্রতিভা প্রকাশ’ নামক প্রকাশনা প্রতিষ্ঠান। প্রতিভা প্রকাশ থেকে এ যাবৎ প্রকাশিত হয়েছে চার শতাধিক গ্রন্থ। তিনি ২০০৬ সাল থেকে নিজ সম্পাদনায় নিয়মিত প্রকাশ করেন ছোটদের পত্রিকা ‘কানামাছি’। এছাড়াও জড়িত আছেন বিভিন্ন সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের সাথে।