রুস্কাইয়া ব্লুদা RUSSIAN DISH সাল ১৯৯১। সোভিয়েত ইউনিয়ন ভেঙে টুকরো টুকরো হওয়ার পরও দুনিয়ার বৃহত্তম দেশ হয়ে বিশ্ব মানচিত্রে অবস্থান নিয়েছে রাশিয়া। দীর্ঘ কমিউনিস্ট শাসনকালে দশকের পর দশক রাষ্ট্র নিয়ন্ত্রিত অর্থনীতিতে ব্যবসা করতে ভুলে যাওয়া সাধারণ রাশিয়ানরা চড়ে বসেছে পুঁজিবাদের ট্রেনে। এই ট্রেন তাদের কোথায় নিয়ে যাবে? এক অস্থির সময়, ততোধিক অস্থির মানুষের ভবিতব্য। সময়ের এমন সন্ধিক্ষণে তারুণ্যের সকল রোমান্টিকতা, সকল দ্রোহ, অনুভূতির সকল প্রাবল্য নিয়ে এক বাঙালি তরুণ হাজির হলো খোদ রাশিয়ায়। সদ্য তারুণ্যের চোখ দিয়ে দেখা সেই অস্থির সময়ের রাশিয়া তার মনে দাগ কাটে। সেই দাগ এতটাই গভীর যে আরও ৩০ বছর পরেও স্মৃতিতে রয়ে গেছে। পুঁজিবাদ বনাম সমাজতন্ত্রের মাঠের লড়াই আর ঠান্ডা লড়াই দুনিয়া দেখেছে দীর্ঘদিন। এই নিয়ে তত্ত্ব, পরিসংখ্যান, গবেষণার অভাব নেই। হাজার মাইল দূরে থেকেও আমরা টের পাই এই বিষয়ে তর্ক-বিতর্কের উত্তাপ। এই বই সেই বিতর্কের ধারে-কাছে দিয়েও যায়নি। এখানে লেখক তার প্রথম তারুণ্যের সেই রাশিয়াকে উঠিয়ে এনেছেন স্মৃতি থেকে। এতদিন ধরে তাবৎ দুনিয়ার বিভিন্ন দেশের মানুষের বয়ান শুনে একটা ধারণা ইতোমধ্যে তৈরি হয়েছে আমাদের। সদ্য গঠিত সেই সময়ের জনতার রাশিয়া কেমন ছিল, কেমন ছিল সেখানকার সংস্কৃতি, দৈনন্দিন জীবন, জীবনাচরণ এসব কথা আমাদের বাংলাদেশের আলো-বাতাসে বড় হওয়া একজনের মাধ্যমে জানতে পারা বেশ পাঠকের কাছে বেশ সুস্বাদু হবে তা আশা করাই যায়। স্বাগতম রুস্কাইয়া ব্লুদার জগতে।