সৎ, সহজ-সরল সরকারি কর্মকর্তা হাজী দানেশ। একমাত্র নিতু ছাড়া অন্য সব ছেলেমেয়ের ছায়া বাড়ির ত্রিসীমানার বাইরে বহুদিন থেকে। অসুস্থ স্ত্রী সাহারা বিবি সন্তান শোকে কাতর হয়ে একপ্রকার বিছানায় পড়ে আছেন। রাজনৈতিক গ্যাঁড়াকলে আটকে গেছে বিশাখার পুরো পরিবার। জেলে যেতে হয় শিপন-সহ বিশাখার গায়ে হলুদে উপস্থিত বন্ধুবান্ধবদের! কেন? নিতুর বড়বোন নিনা লন্ডনে থেকে জানতে পারে তার জন্মের কালো এক অধ্যায় সম্পর্কে, যে সত্য সবার কাছ থেকে লুকিয়েছেন হাজী দানেশ! একমাত্র ছেলে নেহালের নামে শুনতে পায় কুৎসিত এক সংবাদ। সত্য কী? নেহাল বেঁচে আছে না-কি সবটা মানুষের রটনা? দেশের উচ্চপদস্থ মানুষদের গুম করে দিচ্ছে কারা? কেন-ই বা তাদের মেরে ফেলছে? ভেঙে যাচ্ছে রাজনীতির এক দুর্ভেদ্য দেয়াল। দেশের বাইরে রাজনৈতিক আশ্রয়ে থাকা বাবর কেন বিশাখাকে বিয়ে করতে চাইছে? আর বিশাখাই বা কেন সহজ সরল নিতুকে ফাঁসাচ্ছে? ইয়াসের আদল কে? পুলিশ থেকে গোয়েন্দা কেন তাকে হন্য হয়ে খুঁজছে? নতুন কোনো জঙ্গি সংগঠন নাকি অন্য কিছু? হাজী দানেশ তিক্ত সত্য কেন লুকিয়েছে তার পরিবার থেকে? নিশি কেন ঘর ছেড়েছে? নেহাল কী কারণে নিরুদ্দেশ? ভয়ানক বিপদ থেকে নিতু কি আদৌ উদ্ধার পাবে? সমাজ ও রাজনীতির কুৎসিত জালে মোড়ানো এক দুর্দান্ত সামাজিক পটভূমির থ্রিলার উপন্যাসিকা। যেখানে কেউ কাউকে ছাড় দিতে নারাজ। না বাবা ছেলেকে, না ছেলে বাবাকে। রহস্য যেখানে ছায়া হয়ে আছে, বিপদ সেখানে আলো ছড়াচ্ছে। মোহের বন্ধনে একবার ঢুকে পড়লে আপনিও আটকে যাবেন, গল্পের চরিত্রদের মতোই... বের হওয়ার একমাত্র পথ - মায়াজাল।