মানুষের জীবন বড্ড সমস্যাসংকুল।সমস্যার জটিলতা ক্রমান্বয়ে বেড়েই চলছে।এসব অযাচিত সমস্যা সমাধানে মানুষ আজ দিশেহারা।ব্যক্তিগত,সামাজিক, অর্থনৈতিক, আর্থিক ও রাজনৈতিক।সমস্যার করাঘাতে কম বেশি সবাই হতাশ--- ব্যাকুল। হতাশা মানবজীবনে তৎপরতার নিয়ামক শক্তি ধ্বংসের কারণ।হতাশার চোরাবালিতে পরে অনেকেই গোমরাহির অন্ধকারে অজান্তেই উদভ্রান্তের মত ঘুরে মরছে।এটি যেন জীবনের সবকিছুকে গ্রাস করছে।কাতরাচ্ছে মানুষ জীবনের নানাবিধ যন্ত্রনায়।জীবনের প্রতিটা ক্ষেত্রে ধস নেমেছে অবক্ষয়ের, সর্বনাশা হুতাশনের লেলিহান শিখা।কোথায় লুকিয়ে আছে এই হতাশা থেকে মুক্তির জিয়ন কাঠি। "রবের জ্বালিয়ে দেয়া প্রদীপ " বইটিতে সেসব অযাচিত জটিল ও তামাম সমস্যাগুলোর কিছু দিক তুলে ধরা হয়েছে।হতাশার আঁধার কাটিয়ে সেই কন্ঠকাকীর্ণ ও আনুষঙ্গিক দুশ্চিন্তা গুলোকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে জীবন পথে এগুতে সাহায্য করবে।পৃথিবীর হতাশাগ্রস্ত মানুষগুলো তাদের মুক্তির শেষ আশা নিয়ে যে আদর্শ গ্রহনের প্রয়াস পাচ্ছে তার নাম ইসলাম।ইসলাম হচ্ছে সৃষ্টির জন্য স্রষ্টার দেয়া এক বিশেষ নিয়ামত ও বিধি বিধান।তাই ইসলামেরই কিছু সুমহান বার্তা বিশ্বাসীদের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে এই ক্ষুদ্র প্রচেষ্টা।