সংকলনের লেখাগুলো বিভিন্ন বিদগ্ধজনের। এইসব আমরা শুরু করেছিলাম যখন এদেশে ফজিলাতুননেছা মুজিব তো দূরের কথা, বাংলাদেশের মহান স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ভুলিয়ে দেওয়ার পরিকল্পিত প্রয়াস দৃশ্যমান ছিল। বঙ্গমাতার ওপর এবারে যে স্মারক গ্রন্থটি প্রকাশ হবে তা হবে বৃহদাকার এবং তাতে আমার বেশ ক’টি প্রবন্ধ-নিবন্ধ সংযোজিত হবে। আমার প্রস্তাবে আগামী প্রকাশনীর আমার স্নেহভাজন ওসমান গনি রাজি হয়েছেন বলে সামনে এগিয়ে গেলাম। দেশরত্ন শেখ হাসিনা ও শেখ রেহানার লেখা ছাড়াও আর যাদের লেখা স্থান পেয়েছে তারা হলেন, নীলিমা ইব্রাহিম, এ বি এম মূসা, আবদুল গাফফার চৌধুরী, বেবী মওদুদ, কামরুল হুদা, মো. আসলাম ভূইয়া, মমতাজ বেগম, অ্যাডভোকেট সাহিদা বেগম, নীতিশ সাহা, ফারজানা ইসলাম, শামীমা আক্তার তন্দ্রা, ড. মিল্টন বিশ্বাস, অ্যাডভোকেট আফজাল হোসেন, সুভাষ সিংহ রায়, অধ্যাপক রিয়াজ আহমদ, ফজিলাতুননেছা বাপ্পি, কবি সুফিয়া কামাল, অলি আহাদ এবং ডা. নূরুল ইসলাম প্রমুখ। লেখকগণ তাদের নিজ নিজ ক্ষেত্রে সুপ্রতিষ্ঠিত কিংবা তাদের কেউ কেউ এই পৃথিবীর মায়া ছেড়ে চলে গেছেন। লেখাগুলোতে বঙ্গমাতার জীবনের ভিন্ন ভিন্ন দিক ফুটে উঠেছে। সবকিছুকে চাপিয়ে তার পরিচিতিটি ঔজ্জ্বল্য নিয়ে এসেছে, তা হলো তার কারণেই শেখ মুজিব বঙ্গবন্ধু, জাতির পিতা ও সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি হতে পেরেছেন।