পরিপূর্ণ সুখ অন্বেষণ করা মানুষের সহজাত বৈশিষ্ট্য। কিন্তু প্রকৃত সুখের সংজ্ঞা কী তা-ই অনেকেই জানেন না। কেউ সুখের অন্বেষণ করেন আত্মকেন্দ্রিকতার মাঝে, কেউ পরার্থপরতায়, কেউ বা সমন্বয়বাদী চিন্তাধারায়। আর এ সকল চিত্র কথাশিল্পের সেলুলয়েডের ফিতায় বন্দি করেছেন দুই বাংলার (বাংলাদেশ ও ভারত) বোদ্ধা ও সাধারণ পাঠক মহলে সমাদৃত কথাশিল্পী জাহান আরা সিদ্দিকী তাঁর মেঘের অনেক রং উপন্যাসে। এ উপন্যাসের মুখ্য চরিত্র ডা. অমিতাভ। তিনি আমেরিকায় বাংলাদেশী বংশোদ্ভূত প্রখ্যাত গাইনোকলজিস্ট। জীবনযুদ্ধে আকাশছোঁয়া সাফল্যেও জন্য তাঁকে উঁচু-নিচু কত পথই না পার হতে হয়েছে। আর এই চলার পথে এসেছে নুরান, ক্যারল, অ্যালেন সো, ডা. গীতা ও সুমিসহ আরও অনেক নারী-পুরুষ। প্রত্যেকেরই সুখ কামনা একেক বয়সে একেক রকম। তাছাড়া ডা. অমিতাভের কন্যাদ্বয় -পারমিতা ও বিদিশার ক্ষেত্রেও তা প্রযোজ্য। নানা ঘাত-প্রতিঘাত শেষে জীবনের পড়ন্ত বেলায় ডা. অমিতাভ কোন্ পথে প্রকৃত সুখ খুঁজে পেলেন, তা জানতে পাঠককে অবশ্যই এই উপন্যাসটির পাঠের গভীরে যেতে হবে। কথাশিল্পী জাহান আরা সিদ্দিকীর কথাসাহিত্য দুই বাংলার বোদ্ধা ও সাধারণ পাঠক মহলে সমাদৃত এজন্য যে, তাঁর উপন্যাসে আছে গোছানো প্লটবিন্যাস, পরিমিত সংলাপ, মেদহীন বর্ণনাভঙ্গি, চাবুক হাঁকড়ানো সমাপ্তিসহ আরও অনেক দিক। তাই আশা করা যায়, এ উপন্যাসটি বরাবরের মতো পাঠক সমাদৃত হবে।