Ghore Boshe Aay Korun: ঘরে বসে আয় করুন - জয়িতা ব্যানার্জী এমন হলে কেমন হতো যদি ফ্রিল্যান্সিংয়েড় বই থেকে আসলেই আপনি ধাপে ধাপে শিখতে পারতেন? এমন হলে কেমন হতো যদি বইটি সাহিত্য না হয়ে একটি প্র্যাকটিকাল গাইডবুক হতো? বাংলাদেশে এই প্রথম ফ্রিল্যান্সিং সেক্টরে ধাপে ধাপে প্র্যাক্টিক্যাল গাইডলাইন নিয়ে চলে এসেছে ঘরে বসে আয় করুন এই বইটি। বইয়ের ভিতরে ধাপে ধাপে ফ্রিল্যান্সিং শেখাই রোডম্যাপ দেয়া হয়েছে এবং রয়েছে অসংখ্য ইনফোগ্রাফিক। তাছাড়া দেয়া হয়েছে গাইডলাইন বহুল প্রচলিত স্কিল – ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন, ডাটা এন্ট্রি, ডপশিপিংয়ের মতো স্কিল কিভাবে নিজেই শিখে ফেলবেন তার গাইডলাইন। ঘরে বসে আয় করুন বইটি তাদের জন্য যারা ‘শুরু কিভাবে করবো?’, ‘আমার জন্য কোনটি ভালো’, ‘আসলেই শিখতে পারবো কিনা?’ ‘কিভাবে মার্কেটপ্লেসে কাজ করবো?’ ‘কিভাবে পেমেন্ট নিব?’ এই সকল প্রশ্নের উত্তর খুঁজছেন। বইটি হাতে নিয়ে আপনি বলতে পারবেন – “ আসলেই আমি শিখতে পেড়েছি” । আর দেরি কেন? শুরু হোক আপনার ঘরে বসেই আয় করার দিন।
ঘরে বসেই শূন্য থেকে ফ্রিল্যান্সিং শেখার ধাপে ধাপে গাইডলাইন নিয়ে তৈরি করা হয়েছে এই বই। • ফ্রিল্যান্সিং এর বেসিক থেকে এডভ্যান্স পর্যন্ত ধাপে ধাপে শিখুন • বিভিন্ন স্টেপের মাধ্যমে জেনে নিন আপনার জন্য কোন স্কিলটি ভালো হবে • রোডম্যাপের মাধ্যমে জেনে নিন ফ্রিল্যান্সিং শেখার আসল উপায়ফ্রিল্যান্সিং এর বিভিন্ন সেক্টর সম্পর্কে জানুন সহজেই • ফ্রিল্যান্সিং এ ব্যবহার করা সকল মার্কেটপ্লেস সম্পর্কে জানুন • ফ্রিল্যান্সিং এ কমিউনিকেশন এবং প্রজেক্ট ম্যানেজমেন্ট নিয়ে শিখুনএকদম জিরো নলেজ নিয়ে ফ্রিল্যান্সিং সম্পর্কে জানুন সহজেই • ভিডিও এডিটিং থেকে শুরু করে ডিজিটাল মার্কেটিং নিয়ে বিস্তারিত জানুনকিভাবে প্রফেসনাল কভার লেটার এবং ওভারভিউ লিখবেন ১০ মিনিটেই শিখে ফেলুন বইটি কাদের জন্যে? • যারা ফ্রিল্যান্সিং শিখতে চায়, কিন্তু কিভাবে শুরু করবে বুঝতে পারে না • যারা ফ্রিল্যান্সিং সম্পর্কে শুনেছে কিন্তু সঠিক গাইডলাইন পায় না। • ফ্রিল্যান্সিং সম্পর্কে অনেক ভুল ধারনা যাদের • কোন স্কিল এ ফ্রিল্যান্সিং শিখবে বুঝতে পারে না • ফ্রিল্যান্সিং এর স্কিলগুলো নিয়ে একদমই জানে না • যারা ফ্রিল্যান্সিং এ মার্কেটপ্লেসে কাজ পায় না • ফ্রিল্যান্সিং এ পেমেন্ট ম্যাথড এবং মার্কেটপ্লেস নিয়ে বিস্তারিত জানে না • যারা ফ্রিল্যান্সিং এ কমিনিকেশন এবং প্রজেক্ট ম্যানেজমেন্টে দুর্বল • যারা ফ্রিল্যান্সিং করে নিজের ভাগ্য বদলাতত যার
বইটি কোন সমস্যাগুলোর সমাধান করবে? • নতুনদের ফ্রিল্যান্সিং সম্পর্কিত সকল ধারনা প্রদান করবে। • যেকোন বয়সের মানুষ এই বইটি পড়ে ফ্রিল্যান্সিং এর বিস্তারিত সহজেই বুঝতে পারবে • ফ্রিল্যান্সিং জগতে নিজের জন্য কোন স্কিল ভালো হবে সেটা খুজে বার করতে পারবে সহজেই • কমিউনিকেশন এবং প্রজেক্ট ম্যানেজমেন্টের পাশাপাশি বইয়ে দেয়া আছে নানা রকমের সফটওয়্যার ব্যবহারের বিস্তারিত। এতে করে প্রযুক্তি নিয়ে জানাতে সহজেই। • যারা ফ্রিল্যান্সিং করে কিন্তু চাকুরী পায় না তাদেরকে সঠিক নির্দেশনা দিবে • বইয়ে বহুল প্রচলিত দক্ষতা নিয়ে ধাপে ধাপে গাইডলাইন দেয়া আছে যাতে যে কেউ বই পড়ে ওই সেক্টরের কাজ শিখতে পারবে। • প্রত্যেক চ্যাপ্টার অনেক বিস্তারিত করে দেয়া হয়েছে যাতে সহজেই যে কেউ নিজেকে ওই সেক্টরের জন্য তৈরী করতে পারে • সবচেয়ে গুরুত্বপূর্ন অংশ হলো , আমাদের বই ফ্রিল্যান্সিং সংক্রান্ত সকল প্রশ্নের উত্তর দিবে আপনাকে।
Designation: CEO of Talkstory. Top Rated Freelancer at Upwork, Instructor at 10 Minute School, Instructory Bio: জয়িতা ব্যানার্জী প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিংয়ে অনার্স পড়ছে। পাশাপাশি ৪ বছর ধরে ফ্রিল্যান্সিং করছে ডিজিটাল মার্কেটিং নিয়ে আপওয়ার্ক ও ফাইবারে। বর্তমানে ইন্সট্রাকটরির একজন মার্কেটিং প্রশিক্ষক যেখানে ৫০০০ এর বেশি শিক্ষার্থী অনলাইনে স্কিল তৈরি করছে। এ ছাড়াও জয়িতা ব্যানার্জী নামক একটি অনলাইন ইউটিউব চ্যানেলে ১৭০০০ এর মতো শিক্ষার্থী শিখছে ফ্রিল্যান্সিং তার কাছ থেকে। তার প্রথম বইয়ের নাম ‘ হাবলুদের ফ্রিল্যান্সিং’।জয়িতা বিশ্বাস করে পরিশ্রম এবং সঠিক পরিকল্পনা সবার জীবনে এনে দিতে পারে সাফল্য।