‘কতদূরের লাবণ্য আমার চোখের তারায় খেলে দ্যুতি, মেলে পাখা কল্পনার উষ্ণ হাওয়ায় হাওয়ায় কামনা নদীর স্রােতে ভেসে ভেসে পৌঁছে যাই নীল ভ্রমরের ঘাটে রাধা আমার খোলে না দুয়ার কেবল ইশারায় যাতনা বাড়ায়, আমি বেঁচে আছি আশায়...’ প্রেমময় উদ্ধৃতিটুকু জনপ্রিয় কথাসাহিত্যিক মনি হায়দারের। একজন কথাসাহিত্যিক যখন কবিতা লিখতে বসেন, তখন তাঁর কবিতায় প্রেম ধরা দিবে স্বমহিমায় এটা সকলেই জানি। এই উদ্ধৃতিটুকু দিয়েই বোঝা যায় ‘প্রেমের কবিতা’ কতটা প্রেমময়। এমন অনন্য প্রেমময় অভিব্যক্তি যেন ছড়িয়ে ছিটিয়ে আছে ‘প্রেমের কবিতা’ সংকলনের পাতায় পাতায়। শিল্প-সাহিত্যের জনপ্রিয় ফেসবুক গ্রুপ ‘পরিবার’ এর সদস্যদের লেখা নিয়ে প্রকাশিত ‘কবিতার পরিবার’ (২০২০ বইমেলা) প্রথম প্রকাশেই সাড়া ফেলেছিল পাঠকের মনে। তারই ধারাবাহিকতায় পরিবার- এর লেখকদের সৃজনশীলতার বিকাশে এবারের আয়োজন এই ‘প্রেমের কবিতা’ সংকলন। সংকলনে নবীন-প্রবীণ মিলে ১০০ কবির প্রেমের কবিতা প্রকাশিত হয়েছে। বোদ্ধা পাঠকের কাছে হয়তো তরুণদের সবগুলো কবিতা সুপাঠ্য নাও হতে পারে, কিন্তু আমরা মনে করেছি এই তরুণরাই আগামীর ঝান্ডা ধরে সামনে এগিয়ে যাবে। তরুণদের প্রয়োজন একটু সুযোগ আর একটু সহযোগিতার প্ল্যাটফর্ম। আমরা চেষ্টা করেছি তাদেরকে যথাযথ মূল্যায়ন করার, বাকিটা পাঠকের হাতেই ছেড়ে দিলাম।
বাংলাদেশি কথা সাহিত্যিক। পুরো নাম মোঃ তৌফিক ইবনে নওশাদ (মিথুন)। তবে তৌফিক মিথুন নামেই অধিক পরিচিত। ২৫ জুলাই জন্ম নেয়া এই কথা সাহিত্যিকের জন্মস্থান ফরিদপুর হলেও, শৈশব আর কৈশোর কেটেছে পাহাড়-সমুদ্রের মিলনস্থল চট্টগ্রামে। লেখালেখির শুরু ছোট বেলা থেকেই। তবে প্রথম গ্রন্থাকারে আবির্ভাব ২০১৯ বইমেলায় পরিবার পাবলিকেশন্স থেকে প্রকাশিত ছোট গল্পের বই ‘প্রেত’ দিয়ে। 'প্রেত' এর অভাবনীয় পাঠকপ্রিয়তায় আর পেছনে তাকাতে হয়নি… একের পর এক লিখে যাচ্ছেন গল্প, কবিতা, উপন্যাস।