ঢাকা থেকে পালিয়ে অসম্ভব সুন্দরী মৌরি যাচ্ছে কক্সবাজার। সঙ্গে প্রেমিক দীপু। ওদের প্লান বিয়ে এবং হানিমুন হবে কক্সবাজারে। ওখানে দীপুর বন্ধুরা অপেক্ষা করছে। মৌরি বাসা থেকে নিয়ে এসেছে মায়ের সব গয়না আর বাবার আলমারী থেকে দশ লাখ টাকা। একই বাসে উঠেছে চারু শিল্পী ইমু। কক্সবাজারে ইমুর এডফার্মের অফিস। বড় ভাইয়ের স্ত্রী, ভাবীর মামাতাে বােনসুন্দরী শেলির সঙ্গে বিয়ে ঠিক হয়ে আছে। মাস্টার্সের ফাইনাল পরীক্ষার পরই বিয়ের সানাই বাজবে ইমু আর শেলির। বাস কুমিল্লা রেস্টহাউসে থামার পর আর দীপুকে পাওয়া যায় না। মৌরির গয়না আর টাকা নিয়ে পালিয়েছে দীপু রাতের অন্ধকারে। কোথায় যাবে সব হারানাে মেয়ে মৌরি! গভীর রাতে তাে একটা মেয়েকে রাস্তায় ফেলে যেতে পারেনা বাসযাত্রীরা। বাসে করে মেয়েটিকে নিয়ে যায় কক্সবাজার। খুব সকালে বাস থেকে নেমে যায় মৌরি, কক্সবাজারে। দাঁড়ায় বিশাল সমুদ্রের পারে। মনে মনে সিদ্ধান্ত নেয়, আর ফিরে যাবেনা প্রতারিত মানুষের সংসারে। নিজেকে নিবেদন করবে সফেন সমুদ্রে। অভিমানী মেয়ে মৌরি সত্যি কী নিজেকে সমুদ্রে বিসর্জন দিয়েছিল? যদি ও সমুদ্রে ডুবেই থাকে, হােটেল আকবরের সুদৃশ্য রুমে ওকে জড়িয়ে আদর করছে কে? ইমু? কীভাবে সম্ভব? এই মৌরি যদি হােটেলেই থাকে, তাহলে হাসপাতালে এ কোন মৌরি? অসম্ভব সুন্দর শ্বাসরুদ্ধকর মিষ্টি প্রেমের উপন্যাস ‘মেয়েটি সমুদ্রে ডুবে যেতে চেয়েছিল।’
জন্ম ১৯৬৮ সালে পহেলা মে [সার্টিফিকেট অনুসারে] বৃহত্তর বরিশালের পিরোজপুর জেলার ভানডারিয়া উপজেলার বোথলা গ্রামে, প্রমত্ত কচানদীর পারে। শৈশব থেকে লেখালেখির শুরু।