সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীন বাংলাদেশের প্রতিষ্ঠাতা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের দেশ বাংলাদেশ এক পুরাতন ভৌগোলিক বাস্তবতা ও নতুন রাজনৈতিক সত্তা। বঙ্গবন্ধু ও বাংলাদেশ দুটি প্রায় সমার্থক শব্দ। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদ্যাপনকালে অত্যন্ত তাৎপর্যপূর্ণ মনে হয় বাংলাদেশের ভৌগোলিক বাস্তবতার নির্মোহ আলোচনা, সমকালীন বাংলার উন্নয়ন ধারায় অপ্রতিরোধ্য নগরায়ণ, রাজধানী ঢাকার নগর থেকে মহানগর তথা মেগাসিটিতে রূপান্তর প্রক্রিয়া, স্বাধীন বাংলার সাংস্কৃতিক বিকাশের অন্যতম শক্তিশালী অনুষঙ্গ চিত্রশিল্পের প্রশংসনীয় অবস্থান ও উন্নত জাতি গঠনে অতি আবশ্যিক উচ্চশিক্ষার চ্যালেঞ্জ ইত্যাদি প্রসঙ্গ নিয়ে লেখা গবেষণাধর্মী ও মননশীল প্রবন্ধের। সংকলন ‘বঙ্গবন্ধু-বাংলাদেশ’। এতে বিশেষ গুরুত্ব পেয়েছে আধুনিক বাংলাদেশ নির্মাণে দূরদর্শী রাজনৈতিক নেতৃত্বের ভূমিকা। প্রাসঙ্গিকভাবেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদানের কথা আলোচিত হয়েছে। বাংলাদেশের একজন খ্যাতিমান ভূগোল ও পরিবেশবিদ, নগরগবেষক, শিক্ষাবিদ ও শিল্পসমালোচক অধ্যাপক নজরুল ইসলামের দীর্ঘ পাঁচ দশকে (১৯৭৩-২০২০) লেখা অসংখ্য প্রবন্ধ থেকে বাছাই করা ৩৬টি প্রবন্ধের এক ব্যতিক্রমধর্মী ও মূল্যবান সংকলন বঙ্গবন্ধু-বাংলাদেশ। প্রবন্ধসমূহ বিভিন্ন সময়ে বাংলাদেশের সুপরিচিত সাময়িকী ও জার্নালে প্রকাশিত হয়েছে।
শিক্ষা ও সাহিত্যের প্রতি প্রকৃত অনুরাগ এবং বিশ্লেষণাত্মক চিন্তাধারার প্রতি যার প্রবল ঝোঁক। জন্ম ১৯৮০ সালের ২রা নভেম্বর; চাঁদপুর জেলার বৃহত্তর মতলব উপজেলায়। মা বেগম রোকেয়া আক্তার এবং বাবা আশেক উল্লাহ প্রধান। পড়ালেখা করেছেন, মতলব সূর্যমুখী কচি-কাঁচা প্রাথমিক বিদ্যালয়, মতলব জে.বি. সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, মতলব সরকারি ডিগ্রি কলেজ, চাঁদপুর সরকারি কলেজ, ঢাকা তেজগাঁও কলেজ, কুমিল্লা সরকারি টিচার্স ট্রেনিং কলেজ এবং চট্টগ্রাম সরকারি টিচার্স ট্রেনিং কলেজ থেকে। তার পড়ালেখার ক্ষেত্র বৈচিত্র্যময়; রসায়ন, ইংরেজি সাহিত্য, শিক্ষণবিজ্ঞান, শিক্ষা প্রশাসন ও ব্যবস্থাপনা। কিছুকাল উদ্ভিদবিজ্ঞান, আইন, বাংলা সাহিত্যও পড়েছেন। তিনি মাধ্যমিক শিক্ষাক্রম, কথাসাহিত্য রচনা, পাণ্ডুলিপি সম্পাদনা, সাংবাদিকতা, রিসার্চ মেথডলোজি বিষয়ে কোর্স ও প্রশিক্ষণ গ্রহণ করেছেন। শিক্ষকতা করেছেন প্রায় এক যুগ—একটি ইংরেজি ভার্শন উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে। সেখান থেকে উপাধ্যক্ষ হিসেবে শিক্ষকতার ইতি টানেন। তিনি নন-ফিকশনের পাশাপাশি ফিকশনেও সমান স্বচ্ছন্দ। বাংলা ও ইংরেজি জাতীয় দৈনিকের সাহিত্য পাতায় নিয়মিত তার গল্প, বুক রিভিউ, অনুবাদ প্রকাশিত হয়। বর্তমানে তিনি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ এডুকেশন থেকে এমফিল থিসিস করছেন। বৃশ্চিক রাশির জাতক এই লেখক পরিবার ও বন্ধু-পরিসরে ‘রাসেল’ নামে সমধিক পরিচিত। তিনি স্ত্রী তাহমিনা আক্তার ও দুই কন্যা প্রান্তি, প্রার্থনাকে নিয়ে ঢাকায় বসবাস করেন।