"গল্পে গল্পে গবেষণা" বইটির প্রথম ফ্ল্যাপ-এর লেখাঃ বাংলাদেশে হাজার হাজার ছেলে-মেয়ে গবেষক হওয়ার স্বপ্ন নিয়ে বড় হয়। প্রতি বছর উচ্চশিক্ষার উদ্দেশ্যে যে বিপুল সংখ্যক শিক্ষার্থী বিদেশে পাড়ি জমায়, তাদের বেশির ভাগেরই উদ্দেশ্য থাকে পিএইচডি ডিগ্রি অর্জন যা মূলত গবেষণা নির্ভর কাজ। কিন্তু সত্যি বলতে গবেষক হওয়ার জন্য যে বিস্তর মানসিক ও একাডেমিক প্রস্তুতির প্রয়ােজন হয়, সে সম্পর্কে আমাদের বেশির ভাগেরই কোনাে ধারণা থাকে না। বরং এ বিষয়ে প্রায়ই শিক্ষার্থীদের মনে একটা ভয় কাজ করে। একজন অভিজ্ঞ মেন্টরের অভাবে তারা বুঝতে পারে না ঠিক কোন পথে এগােবে। ইনফরমেশনের ভীড়ে হারিয়ে যাওয়াটাও খুব স্বাভাবিক একটা ঘটনা। কিন্তু এর ফলে ক্যারিয়ারের একটা পর্যায়ে গিয়ে অথৈ সাগরে পড়তে হয় গবেষক হতে ইচ্ছুক শিক্ষার্থীদের। তাই আন্ডারগ্রাজুয়েট পর্যায়েই রিসার্চ পদ্ধতি ও প্রস্তুতি সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান থাকা উচিত। প্রফেসর আলী সবসময় চেষ্টা করেন তাঁর শিক্ষার্থীদের গবেষণার প্রতি আগ্রহী করে তুলতে। দেবাশীষ, মিতু, সাকিব, অনুরাধা এবং রাহাত তারই ছাত্র। গবেষণা করা আর উচ্চশিক্ষা নিয়ে ওদের সবারই চোখ ভরা স্বপ্ন। প্রফেসর আলীর সাথে তাদের কথােপকথনের মাধ্যমে। একজন সাধারণ আন্ডারগ্রাজুয়েট থেকে রিসার্চার হয়ে উঠার ধাপগুলাে তুলে ধরা হয়েছে এই বইতে। আর সহজ ভাবে উদাহরণসহ উচ্চশিক্ষা ও গবেষণা সংক্রান্ত সকল প্রশ্নের উত্তর দিয়েছেন প্রফেসর আলী। যেমন - গবেষণার গুরুত্ব কতটুকু, গবেষণা করে কী লাভ, কোথা থেকে গবেষণা শুরু করতে হয়, স্কলারলি রিসাের্স কোনগুলাে, কীভাবে সুপারভাইজার সিলেক্ট করতে হয়, রিসার্চ পেপারের ধরন, জার্নাল কোয়ালিটি বােঝার উপায়, গবেষণায় নৈতিকতার গুরুত্ব, কীভাবে প্লেজিয়ারিজম এড়ানাে যায় ইত্যাদি। লেখকের প্রত্যাশা, গবেষণায় আগ্রহী পাঠকগণ গবেষণার জটিল ব্যাপারগুলাে গল্প পড়ার সাথে সাথে সহজেই বুঝতে পারবেন।
আবু ইউসুফ জন্মেছেন নরসিংদীর বেলাবোতে। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে Applied Chemistry and Chemical Technology তে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করে ২০০৪ সালে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে লেকচারার পদে যোগদান করেন। তারপর তিনি ২০১০ সালে ইতালির University of Naples Federico II থেকে Chemical Engineering এ পিএইচডি ডিগ্রি লাভ করেন। তাঁর প্রাথমিক গবেষণার বিষয় Biorefinery, Bioenergy, Bioremediation এবং বর্জ্য-থেকে-শক্তি উৎপাদন। তিনি Web of Science এবং SCOPUS ইন্ডেক্সড জার্নালে ৫০ টিরও বেশি গবেষণাপত্র এবং ১৩টি Book Chapter প্রকাশ করেছেন। তাঁর সম্পাদিত ৩ টি বই সায়েন্টিফিক পাবলিশার Elsevier থেকে প্রকাশিত হয়েছে এবং তিনি বেশ কয়েকটি আন্তর্জাতিক জার্নালের সম্পাদকীয় বোর্ড সদস্য হিসেবেও কাজ করছেন। বর্তমানে ড. ইউসুফ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের Chemical Engineering and Polymer Science বিভাগের অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছেন। পূর্বে তিনি মালয়েশিয়ার 'Universiti Malaysia Pahang'-এ Engineering Technology অনুষদের সিনিয়র লেকচারার পদে কর্মরত ছিলেন। তিনি এখন স্পেন, ইংল্যান্ড, ইতালি ও ভারতের গবেষকদের সাথে Renewable Energy নিয়ে গবেষণা করছেন। ড. ইউসুফ ভালোবাসেন গবেষণা শিখতে ও শিখাতে। তিনি স্বপ্ন দেখেন একটি ব্রিলিয়ান্ট বাংলাদেশের, যেখানে নিজেরাই নিজেদের সমস্যার সমাধান করবে, সম্পদ আহরণ ও ব্যবস্থাপনা করবে, পরিবেশ বান্ধব টেকনোলজি উদ্ভাবন করবে। "To build a brilliant Bangladesh" এ লক্ষ্যে তিনি গড়েছেন Bangladesh Research and Innovation Society (BRIS), যার মাধ্যমে তৈরি করতে চান হাজারো গবেষক।