"পথ চলাতেই আনন্দ" বইটির সম্পর্কে কিছু কথা: জীবন মানেই অন্তবিহীন পথচলা। নানা রূপ হয় সে পথের । কখনাে তা মেঠোপথ কিংবা হাইওয়ে। কখনাে তা সংগ্রামের কিংবা নানা বাঁকের। আবার কখনাে তা হয় নিজেকে খুঁজে পাওয়ার কিংবা আত্মােপলব্ধির । আমাদের এই পথ চলা নিরন্তর- বাস্তবে এবং কল্পনায়। পথ চলাতেই আনন্দ' বইটিতে লেখকের জীবনের কিছু অভিজ্ঞতা। অত্যন্ত সাবলীলভাবে উপস্থাপিত হয়েছে। কখনাে তিনি ঘুরে বেড়িয়েছেন মাসাই মারার বুনাে প্রান্তরে, কখনাে জার্মানির পরিপাটি জাদুঘরে, কখনাে বা ভারত ভূখন্ডের অলিতে। গলিতে। কখনাে আবার সিডনির হােটেলে কোয়ারেন্টিনে বসে তিনি ছুটে চলেছেন মানসভ্রমণে। জীবনের পথে সঙ্গী হিসেবে পাওয়া পরিবারের সদস্যসহ বন্ধুদের প্রতি তার অসীম ভালােবাসার কথা ফুটে উঠেছে কিছু লেখায় । সমাজ ও দেশ নিয়ে তার ভাবনা এবং দায়িত্ববােধের কথা তিনি ব্যক্ত করেছেন অত্যন্ত সহজ ভাবে কিন্তু এমন আঙ্গিকে, যার প্রভাব পাঠকের মনে দীর্ঘস্থায়ী হতে বাধ্য। তার এই পথযাত্রার ভিন্ন ভিন্ন গল্পগুলােকে একত্রে মালা গাঁথা হয়েছে এক বইয়ের মলাটে। লেখাগুলাে সরল ও প্রাণবন্ত। লেখকের পর্যবেক্ষণ ক্ষমতা এবং সরস বুদ্ধিদীপ্ত মন্তব্য পাঠকের ঠোঁটে যেমন হাসি ফোটাবে, তেমনি তার মানবিক আবেদন ছুঁয়ে যাবে পাঠকের হৃদয়। সবচেয়ে বড় বিষয়, পড়ার সময় লেখাগুলাে আর লেখকের একার কথা থাকে না, একেকটি গল্প যেন পরিণত হয় পাঠকের নিজের জীবনের ভিন্ন ভিন্ন খন্ডচিত্রে।