বাংলাদেশ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি সমার্থকবোধক শব্দ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ রাষ্ট্রের স্থপতি এবং বাঙালি জাতির পিতা। বাংলাদেশের ইতিহাস যেমন বঙ্গবন্ধুকে ছাড়া অসম্পূর্ণ, তেমনি বঙ্গবন্ধুর ইতিহাসও। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতির সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্তান। তিনি একমাত্র বাংলাদেশের ইতিহাসেই নয় উপমহাদেশের ইতিহাসেও অন্যতম শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক। যে মাটিতে জন্মগ্রহণ করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সে মাটির সঙ্গে নিঃশর্ত একাত্মতাবোধ করেছিলেন, প্রবলভাবে ভালোবেসেছেন সে মাটির সন্তানদের। বাংলাদেশের নদী-মাঠ খেত ফুলফল আলো বায়ু যেমন প্রাণ জুড়িয়েছিল তাঁর, তেমনি সে প্রাণে ঠাঁই করে নিয়েছিল চঞ্চল কিশোর, শ্যামল রমণী, স্বেদাক্ত যুবক, মহাকালের সাক্ষী বৃদ্ধ। স্বদেশ ও মানুষের প্রতি এ নিখাদ ভালোবাসাই তাঁর জীবনের মূলকথা, তাঁর শক্তির উৎস। এই ভালোবাসা থেকে দেশ ও জাতির প্রতি নিজ কর্তব্য করে গেছেন তিনি সারাজীবন। কখনো জনতার মধ্য দিয়েই পথ করে নিয়ে তিনি গেছেন বক্তৃতার মঞ্চে, ক্ষমতার আসনে, কারাগারের অন্তরালে। কখনো তিনি থেকেছেন অগণিত মানুষের মিছিলের পুরোভাগে প্রতিবাদে, ক্ষোভে, প্রত্যাশায়, দাবিতে। কখনো পেয়েছেন রাষ্ট্রপরিচালনার ভারÑ সাফল্যে উল্লসিত, ব্যর্থতায় বেদনাহত, গৌরবের উদ্ভাসে দীপ্ত, সমালোচনার বাণে বিদ্ধ, কোলাহল থেকে অকস্মাৎ অন্তর্হিত হয়েছেন নির্জন কারাপ্রকোষ্ঠের নিভৃতে, বাইরের জগতের সঙ্গে সংযোগ হারিয়ে থেকেছেন মৃত্যুর অপেক্ষায়। তাঁর অদম্য সাহস ও অকুণ্ঠ আত্মত্যাগ, সাংগঠনিক শক্তি ও নেতৃত্বদানের ক্ষমতা, মানুষের আপনজন হওয়ার ও তাদের বিশ্বাস অর্জনের পারগতাÑ এসবই তাঁকে ধীরে ধীরে রূপান্তরিত করেছিল রাজনৈতিক কর্মী থেকে জননায়কে। দেশের প্রথিতযশা লেখক সাংবাদিকের সমাদৃত লেখা নিয়ে এই বই গ্রন্থনা করা হয়েছে। হৃদয়ছোঁয়া গল্প যেমন আছে তেমনি বিশ্লেষণধর্মী নিবন্ধও যুক্ত করা হয়েছে। আশা করি আমাদের নতুন প্রজন্মের পাঠকরা বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্যের সত্যানুসন্ধানে আরও বেশি নিবিষ্ট হবে।