গ্রন্থনাম রবীন্দ্রনাথ, ঢাকা বিশ্ববিদ্যালয় ও উপমহাদেশে সাম্প্রদায়িকতা হলেও এটি রবীন্দ্রনাথের ওপর পর্যবেক্ষণমূলক গবেষণা-গ্রন্থ। উনিশশতকে উপমহাদেশে সাম্প্রদায়িকতা ও সাম্প্রদায়িক মনোভাব উদ্ভবের মূল কারণ ছিল রাজনৈতিক। বাঙালি সংস্কৃতির পুরোধা হিসেবে সেই রবীন্দ্রনাথকেও রাজনীতির মাঠে টেনে আনেন রাজনৈতিক কুশীলবরা। বিশশতকের প্রথমার্ধ থেকে তাঁকে ‘হিন্দু’ তকমা দিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করে যে-ফায়দা হাসিলের চেষ্টা-তদবির শুরু হয় এখনও তা ক্রমবর্ধমান। নিষ্ঠ গবেষক আলমগীর শাহরিয়ার সেই সাম্প্রদায়িক বিষবৃক্ষের স্বরূপ উন্মোচনে গ্রন্থের বিভিন্ন প্রবন্ধে হাজির করেছেন এমনসব তথ্য-উপাত্ত যা ছিল এতদিন সাম্প্রদায়িকতার ঘেরাটোপে আবদ্ধ। বঙ্গভঙ্গ-আন্দোলন, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, বাঙালি জাতীয়তাবাদ, জাতীয় সংগীত ইত্যাদি জাতীয় ঘটনাসহ জমিদার রবীন্দ্রনাথ, রবীন্দ্রনাথের সঙ্গে মুসলমানের সম্পর্ক, তাঁর ধর্মদর্শন প্রভৃতি গুরুত্বপূর্ণ বিষয়ে গবেষক যে-বিশ্লেষণাত্মক ও ব¯ুÍনিরপেক্ষ দৃষ্টিভঙ্গির পরিচয় দিয়েছেন তা সত্যি বিস্ময়কর। এই গ্রন্থ রবীন্দ্রবিষয়ে যেসব বিভ্রান্তি চালু আছে তা নিরসনের এক বহুমাত্রিক নিরীক্ষা বলা যেতে পারে। বিশেষ করে রবীন্দ্রনাথ ও ঢাকা বিশ্ববিদ্যালয় প্রসঙ্গে। এমনকি গবেষক উপমহাদেশে সাম্প্রদায়িকতার শেষগন্তব্য সন্ধানে দুঃখ ও ক্ষতের বিপরীতে সম্প্রীতি ও সম্মিলনের যে-স্বপ্নকথা ব্যক্ত করেছেন তাও তাঁর দৃষ্টিভঙ্গি ও আশাবাদকে চিহ্নিত করে। এই দৃষ্টিভঙ্গি ও আশাবাদ যে রবীন্দ্রসূত্রে প্রাপ্ত তা তাঁর চিন্তা ও মনন থেকেই স্পষ্ট। উপমহাদেশের বর্তমান রাজনৈতিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপটে রবীন্দ্রনাথ, ঢাকা বিশ্ববিদ্যালয় ও উপমহাদেশে সাম্প্রদায়িকতা গ্রন্থটি নিঃসন্দেহে একটি জরুরি রচনা।
Title
রবীন্দ্রনাথ, ঢাকা বিশ্ববিদ্যালয় ও উপমহাদেশে সাম্প্রদায়িকতা
আলমগীর শাহরিয়ার একজন কবি, প্রাবন্ধিক ও গবেষক হিসেবে সুপরিচিত। জন্ম জল-জোছনার জনপদ সুনামগঞ্জের ছাতকে। শৈশব-কৈশোর কেটেছে সিলেটের বিশ্বনাথে। ছাতকের পাইগাঁও উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক, সিলেট সরকারি কলেজ থেকে কৃতিত্বের সঙ্গে উচ্চমাধ্যমিক ও ঢাকা বিশ্ববিদ্যালয় সমাজবিজ্ঞান বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর। বিশ্ববিদ্যালয় জীবনে একজন কৃতী বিতার্কিক ও সংগঠক হিসেবে সুপরিচিত ছিলেন। বঙ্গবন্ধু হল ডিবেটিং ক্লাব (BHDC)-এর সভাপতির দায়িত্ব পালন করেছেন। ছাত্রাবস্থায় দৈনিক মানবজমিন-এ সাংবাদিকতা দিয়ে কর্মজীবন শুরু। পরবর্তী সময়ে গবেষণা-সহযোগী হিসেবে কাজ করেছেন একাধিক আন্তর্জাতিক প্রতিষ্ঠানে। বর্তমানে কর্মরত আছেন বিশ্বসাহিত্য কেন্দ্র ঢাকায়। একজন লেখকের আত্মপ্রকাশের দীর্ঘ প্রস্তুতি থাকা দরকার বিশ্বাস করেন বলেই প্রথম কাব্যগ্রন্থ 'নিদাঘ দিনের গান' প্রকাশ হয় লেখালেখি শুরুর প্রায় এক দশক পর ২০২০-এ। হয়ে ওঠে পাঠকপ্রিয়। বিভিন্ন জাতীয় দৈনিক ও অনলাইন নিউজ পোর্টালে নিয়মিত কলাম ও প্রবন্ধ লিখেন। প্রকাশ হয়েছে অনেক পাঠকনন্দিত কলাম। সাংগঠনিক কার্যক্রমের জন্য নানা সম্মাননা পেয়েছেন। 'এইচএসবিসি-প্রথম আলো ভাষা প্রতিযোগ'-এ কলেজ পর্যায়ে সিলেট অঞ্চলে চ্যাম্পিয়ন হওয়ার গৌরবসহ জাতীয় পর্যায়ে তৃতীয় স্থান অর্জন করেন। ব্যক্তিজীবনে মানুষ নানা কিছু হবার বাসনা পোষণ করলেও আলমগীর শাহরিয়ার আকৈশোর একজন লেখক হবার স্বপ্নই ফেরী করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষপূর্তি উপলক্ষ্যে প্রকাশিত 'রবীন্দ্রনাথ, ঢাকা বিশ্ববিদ্যালয় ও উপমহাদেশে সাম্প্রদায়িকতা' তাঁর প্রথম গবেষণাগ্রন্থ।