ফ্ল্যাপে লিখা কথা বিগত শতকে এ দেশে যেসব বিজ্ঞানী আন্তর্জাতিক বিজ্ঞানচর্চার মানচিত্রে তাঁদের স্থান করেছেন, ডক্টর মেঘনাদ সাহা তাঁদের অন্যতম। তিনি বিজ্ঞানচর্চার মধ্যেই তাঁর কর্মজীবন সীমিত রাখেননি, বিজ্ঞানকে সামাজিক উন্নয়নের হাতিয়ার হিসেব প্রয়োগ করে তিনি সমাজসেবায় আন্তনিয়োগ করেছেন।
জ্ঞান অন্বেষণে এবং কর্তব্য সাধনে অবিচল নিষ্ঠা, অদম্য অধ্যবসায় ও বৈজ্ঞানীক অবদানে সচেষ্ট হওয়া ছিল বিজ্ঞানী মেঘনাদ সাহার জীবনের অন্যতম আদর্শ । ‘থার্মাল আয়নাইজেনস’ বা ‘তাপীয় আয়নাবাদ; তত্ত্ব প্রতিষ্ঠা করে তিনি সারা বিশ্বের গবেষকদের নজর কেড়ে নিয়েছিলেন। পরমাণু বিজ্ঞান আয়ন মণ্ডল ছাড়াও পঞ্জিকা সংস্কার, বন্যা প্রতিরোধ ও নদী পরিকল্পনা, এমন কি জ্যোতির্বিজ্ঞানেও ডক্টর সাহার বিস্ময়কর ভূমিকা বিশেষভাবে উল্লেখযোগ্য।
আজীবন দেশ ও জাতির কল্যাণে নিজেকে উৎসর্গ করার ব্রত নিয়ে তিনি কাজ শুরু করেছিলেন। তাই বিজ্ঞানচর্চার পাশাপাশি সমাজসেবামূলক কর্মকাণ্ডেও গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।
এই গ্রন্থটিতে ড. মেঘনাদ সাহার আন্তজীবনীমূলক স্মৃতিকথা ছাড়াও কিছু রচনা তাঁর উদ্দেশ্যে শ্রদ্ধাঞ্জলি হিসেবে সংকলিত হয়েছে। তাঁর কর্ম ও জীবনাদর্শ অনুসন্ধানের জন্য এই প্রয়াস যথেষ্ট নয়্ বাংলায় আজ যখন নতুন করে মাতৃভাষায় বিজ্ঞানচর্চার চেতনা দেখা দিয়েছে, জনসাধারণের মধ্যে অঙ্কুরিত হচ্ছে এক নতুন মানসিকতা, তখন ডঃ মেঘনাদ সাহার জীবনদর্শন বাংলা ভাষাভাষীদের মনে অনুপ্রেরণা যোগাবে। গ্রন্থটি অনুসন্ধিৎসু পাঠকের মনে তাঁর সম্পর্কে জানার আগ্রহ ও আবহ তৈরি করবে।