বইটির প্রথম ফ্ল্যাপ থেকে নেওয়া উগ্র সাম্প্রদায়িক সশস্ত্র জঙ্গিরা বাংলাদেশকে আক্রমণ করেছে। যুদ্ধ ঘোষণা করেছে দেশের বিরুদ্ধে, মুক্তিকামী মানুষের বিরুদ্ধে। বিচারালয়, প্রশাসনসহ দেশব্যাপী চালাচ্ছে গ্রেনেড-বোমা হামলা। তাদের হাতে রয়েছে বিপুল অর্থ, অত্যাধুনিক অস্ত্রসহ তেজস্ক্রিয় অস্ত্র নির্মাণের উপাদান, উপকরণ। জঙ্গিগ্রুপ গ্রাম- গঞ্জে বিপুল মারণাস্ত্রের দূর্গ তৈরি করেছে। তাদের রয়েছে বিদেশে প্রশিক্ষিত দক্ষ বিশেষজ্ঞ। পাশাপাশি গঠন করেছে আত্মঘাতি স্কোয়াড। গড়ে তুলেছে দেশব্যাপী সশস্ত্র জঙ্গি নেটওয়ার্ক। তাদের লক্ষ্য নির্দিষ্ট। গণতন্ত্র, অসাম্প্রদায়িকতা, বাঙালি জাতিস্বত্বা ও শোষণমুক্তির আলোকিত পথকে রুদ্ধ করে সাম্প্রদায়িক ধর্মান্ধ-রাষ্ট্র প্রতিষ্ঠা করতে উদ্যত। সরকারের একটি অংশ সরাসরি এদের সঙ্গে সম্পর্কিত। দেশের সশস্ত্র জঙ্গিগ্রুপগুলোর সঙ্গে সম্পৃক্ত আন্তর্জাতিক চক্র। তারা দিচ্ছে আশ্রয়- প্রশ্রয় ও মদদ। লক্ষ শহীদের রক্তে অর্জিত স্বাধীনতা তারা ধ্বংস করতে চায়, নস্যাৎ করতে চায় দেশের সার্বভৌমত্ব, বাংলাদেশকে অকার্যকর ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে সার্বিক অপতৎপরতায় লিপ্ত। এই অশুভ সশস্ত্র জঙ্গিচক্রের কথিত তত্ত্ব, উৎস, শক্তি, নেটওয়ার্ক, কর্মকাণ্ড ও জাতিক- আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে বাংলাদেশ: থ্রেট অব ওয়ার বইটি রচিত।
Professor Abu Sayed অধ্যাপক ড. আবু সাইয়িদ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এককালীন শিক্ষক ও রাকসুর ভিপি । সত্তরের নির্বাচনে নং সেক্টরের উপদেষ্টা ও ক্যাম্প ইনচার্জ। গণপরিষদে বাহাত্তরের খসড়া সংবিধান সংরচনা কমিটির অন্যতম সদস্য। বঙ্গবন্ধু কর্তৃক পাবনা জেলা গভর্ণর ' ডেজিগনেট । সাবেক তথ্য প্রতিমন্ত্রী। এছাড়া জাতীয় প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে অভিজ্ঞতাঋদ্ধ। তাঁর লেখা বইয়ের মধ্যে উল্লেখযোগ্য: ফ্যাক্টস্ এন্ড ডকুমেন্টস: বঙ্গবন্ধু হত্যাকাণ্ড, মেঘের আড়ালে সূৰ্য, ছোটদের বঙ্গবন্ধু, বঙ্গবন্ধুর দ্বিতীয় বিপ্লব, আঘোষিত যুদ্ধের ব্ল-প্রিন্ট, ব্রুটাল ক্রাইমস্, বাংলাদেশের স্বাধীনতা: যুদ্ধের আড়ালে যুদ্ধ, মুক্তিযুদ্ধ: সিক্রেট ডিপ্লোম্যাসি, মুক্তিযুদ্ধ: উপেক্ষিত গেরিলা, জেনারেল জিয়ার রাজত্ব, সাধারণ ক্ষমা ঘোষণার প্রেক্ষিত ও গোলাম আযম, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের ঐতিহাসিক রায়, বাংলাদেশের গেরিলা যুদ্ধ, যুদ্ধাপরাধ: প্রেক্ষিত বাংলাদেশ, বাংলাদেশ থ্রেট অব ওয়ার, একাত্তরে বন্দী মুজিব: পাকিস্তানের মৃত্যু যন্ত্রণা, সমাজ বদলে বঙ্গবন্ধুর ব্ল-প্রিন্ট, মুক্তিযুদ্ধের দলিল লণ্ডভণ্ড এবং অতঃপর, বাংলাদেশের স্বাধীনতা: কুটনৈতিক যুদ্ধ ইত্যাদি।