সূচনা ইংরেজি সাহিত্যের শুরু আজকাল ধরা হয় আনুমানিক পঞ্চম শতাব্দী থেকে। অবশ্য পঞ্চম থেকে চতুর্দশ শতাব্দী পর্যন্ত তার মূর্তি সুস্পষ্ট নয়। এই ন'শো বছরের মধ্যকার যেসব পুঁথিপত্র পাওয়া গিয়েছে, তার ভাষা ইংরেজের কাছেও এখন দুর্বোধ্য। সম্পূর্ণ বিদেশি ভাষার মতোই তাদেরও কষ্ট করে তা শিখতে এবং বুঝতে হয়। এই ন'শো বছরকে ভাগ করা হয় দুটি যুগে অ্যাংলো-স্যাক্সন এবং অ্যাংলো-নর্মান। অ্যাংলো-স্যাক্সন যুগ ৪৫০-১০৬৬ খ্রিষ্টাব্দ পর্যন্ত; আর তার পর থেকে ১৩৪০ খ্রিষ্টাব্দ পর্যন্ত অ্যাংলো-নর্মান যুগ। যে সময় থেকে ইংরেজি ভাষা মোটামুটি আমাদের পরিচিত ইংরেজির রূপ নিয়েছে, সে হলো চসারের যুগ। সুবিধার জন্য ইংরেজি সাহিত্যের ইতিহাসকে ভাগ করে নেওয়া হয় এই ক'টি যুগে : ১. অ্যালো-স্যাক্সন যুগ : ৪৫০-১০৬৬ খ্রি.। ২. অ্যাংলো-নর্মান যুগ : ১০৬৬-১৩৪০ খ্রি.। ৩. চসারের যুগ: ১৩৪০-১৪০০ খ্রি.। ৪. বিদ্যানুশীলন-যুগ বা প্রাক্শেক্স্পীরীয় যুগ ১৪০০-১৫৫০ খ্রি.। ৫. শেকস্পীরীয় বা এলিজাবেথীয় যুগ (রেনেসাঁঙ্গ বা নবজীবনের যুগ) : ১৫৫০-১৬২০ খ্রি.। ৬. মিলটনের যুগ বা পিউরিটান যুগ : ১৬২০-১৬৬০ খ্রি.। ৭. ড্রাইডেনের যুগ বা রাজতন্ত্র পুন: প্রতিষ্ঠার যুগ : ১৬৬০-১৭০০ খ্রি.। ৮. অষ্টাদশ শতাব্দী : অগাস্টান যুগ : প্রথম ও দ্বিতীয় পর্ব: ১৭০০ ১৮০০ খ্রি.। ৯. ওঅর্ডসওঅর্থের যুগ বা রোমান্টিক যুগ : ১৮০০-১৮৫০ খ্রি.। ১০. টেনিসনের যুগ বা ভিক্টোরীয় যুগ : ১৮৫০-১৯০০ খ্রি.। ১১. আধুনিক যুগ : প্রথম পর্ব: ১৯০০-১৯২০ খ্রি.। ১২. আধুনিক যুগ : দ্বিতীয় পর্ব : ১৯২০-১৯৫০ খ্রি.।