বই পরিচিতি সমাজ জীবনের ঘটে যাওয়া শিক্ষনীয় ঘটনাবলি খুঁটিয়ে খুঁটিয়ে যারা রচনা করেন, মানুষের দায়িত্ববোধ ও কর্তব্য বিষয়ে সচেতনতা বৃদ্ধির জন্যই তাঁরা এই মহৎ কাজটি সম্পন্ন করে থাকেন। আমরা সংঘবদ্ধ থাকবো, নিয়মনীতির আওতায় চলবো। আমাদের চারপাশে আছে কিছু ভাল লোক, ধান্দাবাজ, বাটপার, লুটেরা আর ধর্মান্ধ নামে জঙ্গি, ধর্মবিরোধী নামে নাস্তিক। সহাবস্থান সকলের জন্য সমভাবে নির্ধারণ করা না থাকলেও নিজ নিজ কৌশলে প্রত্যেকেই নিজেদের অবস্থান তৈরী করে নেন। ‘আপনাদের ছেলে মেয়েরাও মানুষ হয়' বইটি একটি গল্প গ্রন্থ। এখানে মোট ১০টি গল্প সন্নিবেশিত হয়েছে। চলতে গিয়ে বিভিন্ন ঘটনা প্রবাহ, দেশ ও বিদেশের পারিপার্শ্বিক অবস্থা লেখককে প্রভাবিত করে, যা তাঁর মনে দারুনভাবে রেখাপাত করেছে। সেই ঘটনাগুলি লেখক তার নিজস্ব কল্পচেতনার আলোকে বিভিন্ন অসঙ্গতি ও শিক্ষনীয় বিষয়গুলি গল্পবলার ছলে বইটিতে তুলে ধরেছেন। লেখক সম্পূর্ণ ভিন্নতর বিষয়ে পড়াশুনা ও পেশাদারিত্ব কাজে নিয়োজিত বটে কিন্তু তার লেখনিতে প্রন্তিক জনগোষ্ঠীর নিজস্ব ভাবনা, সাবলিল এবং স্থানীয় ভাষায় 'হর হর' করে বর্ণনা করে গিয়েছেন। পাঠক মহল এখান থেকেই তার চিন্তা চেতনার ফসল তুলে আনতে পারলে লেখক তার সার্থকতা খুজে পাবেন বলে আশাবাদী।