তরুণ লেখক আব্দুল গাফফার রনি । বয়সে তরুণ হলেও তাঁর কলমের ধার কিন্তু অনেক প্রতিষ্ঠিত লেখকেও তাক লাগিয়ে দিতে পারে। জামিল সিরিজের আলোচ্য বইটিই তার প্রমাণ। সায়েন্স ফিকশন কাহিনিগুলো সাধারণত তথ্য ও তত্ত্বের ভারে ভারাক্রান্ত হয়ে থাকে। কিন্তু রণির এই কাহিনিটি শুরু থেকে শেষ পর্যন্ত গল্পরসকে ধরে রাখতে পেরেছে। এখানে বইটি থেকে সামান্য অংশ তুলে দিচ্ছি :(ড. জামিলের বর্ণনায়) কাজ রেখে বাথরুমে গিয়ে হাত ধুয়ে এসে দেখি, একটা রেজিস্ট্রি খাম নিয়ে পিয়োন বসে আছে। তার হাত থেকে খামটা নিলাম। খুলে দেখি বন্ধু আফজালের চিঠি। চিঠিতে যা লেখা তা মোটামুটি এরকম হঠাৎ করেই সুন্দরবনে এক বড় ধরনের উল্কাপাত ঘটেছে। উল্কার গন্ধ পেয়ে এরই মধ্যে এখানে এসে হাজির হয়েছে দুইসাদা চামড়ার সাহেব আর এক ইণ্ডিয়ান সর্দারজি। এখানে কী খুঁজছে সে ব্যাপারে মুখ খুলছে না। দিন পাঁচেক আগে কালিন্দি নদীতে মাছ ধরতে গিয়ে একটা লোহার রড কুড়িয়ে পেয়েছি। রডটা মোচড়াতেই খুলে দুভাগ হয়ে গেল। ভেতর থেকে বেরিয়ে এল একগাদা কাগজ। শুধুমাত্র দুটো ছবি ছাড়া ওই কাগজগুলোর একবিন্দু লেখাও বুঝতে পারলাম না। মনের ভেতর খচখচ করছেভ মনে হচ্ছে এই পাণ্ডুলিপির দুর্বেধ্য লেখায় বড় কোনও রস্য লুকিয়ে আছে। হয়তো সুন্দরবনে উল্কাপাত ও তিন বিদেশির আগমনের কারণ। আমার বিশ্বাস তুই-ই পারবি এই পাণ্ডুলিপির পাঠোদ্ধার করতে...কাহিনির শুরু এভাবেই। লেখক ধীরে ধীরে আপনাকে এমন সব ঘটনার সঙ্গে পরিচয় করিয়ে দেবেন যা কেবল রোমহর্ষকই নয়, বরং বলা যায় ওগুলো রহস্য-রোমাঞ্চের মিশেলে এক গোলকধাঁধা। বইটি একবার পড়া শুরু করলে শেষ না করে উঠতে পারবেন না। যথাযথ প্রচারে বইটি পাঠকপ্রিয়তা অর্জন করবে এ কথা নির্দ্বিধায় বলা যায়। লেখকের কাছ থেকে এ ধরনের আরও কাহিনি আশা করছি।
আবদুল গাফফার রনি জন্ম ৩ ডিসেম্বর চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার কাঁটাপােল গ্রামে, মাতুলালয়ে। ঝিনাইদহের মহেশপুর উপজেলায় ইছামতীর তীরঘেঁষা শ্যামকুড় গ্রামে তাঁর বেড়ে ওঠা । আধাবােহেমিয়ান । ঘর আছে আবার ঘর ছাড়তেও জানেন । প্রকৃতির হাতছানিতে বেরিয়ে পড়েন। দেশের পথে-প্রান্তরে, সাগরে-পাহাড়ে, জঙ্গলে । ভালােবাসেন বই পড়তে, গান নেতে। বিভূতিভূষণের অপু-দুর্গা, ইছামতী, গ্রাম, প্রকৃতি তার মনে গভীরভাবে রেখাপাত করেছে। বিজ্ঞানের বইয়ের ভেতর থেকেও মজা খুঁজে নিতে জানেন । বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, সত্যজিৎ রায়, মুহম্মদ জাফর ইকবাল আর পথিক গুহকে আইডল মেনে লিখে যাচ্ছেন বিজ্ঞান, প্রকৃতি বিষয়ক লেখা এমনকি গল্পও। পড়া, লেখা আর ভ্রমণের পাশাপাশি দেশের জনপ্রিয়তম বিজ্ঞান ম্যাগাজিন বিজ্ঞানচিন্তার সহসম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন। এ পর্যন্ত প্রকাশিত বইয়ের সংখ্যা ১৫টি। শিশুতােষ গল্পের জন্য ২০১৫ সালে পেয়েছেন ইউনিসেফের মীনা মিডিয়া অ্যাওয়ার্ড'।