ছবির মাধ্যমে, গল্পের ছলে বাচ্চাদের কোরআন শিখানো এবং এর অর্থ উপলব্ধি করতে পারার একটি অসাধারণ এবং সম্ভাবনাপূর্ণ বই প্রকাশিত হতে যাচ্ছে এই প্রথম, যেখানে কোরআন শিখানোর প্রতি বাচ্চাদের আগ্রহ বাড়বে এবং তাদের মূল্যবোধের ওপর প্রভাব ফেলবে। যতটা না বাচ্চারা লেখা গল্প থেকে উপলব্ধি করে এর চেয়ে বেশি তারা উপলব্ধি করে ছবির সাথে গল্পের মাধ্যমে, যেখানে ছবি এবং গল্পের এক অসাধারন মিলবন্ধন দেখা যায়। ছোট বাচ্চাদের কোরআন শিক্ষার ব্যাপারে আরও আগ্রহী করতে তুলতে আমাদের এই আয়োজন। আর এই চর্চা শুরু হোক এই রমজান মাস থেকেই, ছোটদের কোরআন সম্পর্কে জানতে এবং এর মূল্যবোধ গুলো উপলব্ধি করতে সাহায্য করি। মারিয়াম এমন একটি চরিত্র যে, বাচ্চাদের মধ্যে নতুন করে শেখার আগ্রহ বাড়াবে, ছবির মাধ্যমে তাদের চিন্তা-ভাবনার জগতকে আরও প্রসারিত করবে। মারিয়াম এর সঙ্গে নতুন করে কোরআনকে শিক্ষার এবং জানার এই পথকে আরও সুন্দর এবং সহজ করতে সবার হাতে হাতে পৌঁছে দিচ্ছি মারিয়াম এর বইটি। তিন বছর থেকে দশ বছরের বাচ্চাদের কোরআন শিখানো এবং আল্লাহর সানিধ্য অর্জন করতে আমাদের কিভাবে জীবনকে গড়ে তোলা উচিত তার একটি প্রাথমিক শিক্ষার মাধ্যম হচ্ছে “মারিয়াম” বইটি।