আলোক। বইটি রচনা করেছেন আব্দুল হাসনাত আব্দুল্লাহ। এটি বিসিএস, ব্যাংক নিয়োগ, পিএসসি নিয়োগ, প্রাইমারি পরীক্ষা ও বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাসহ অন্যান্য সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নের বিশ্লেষণের আলোকে রচিত। আলোক by আব্দুল হাসনাত বইটি মূলত ব্যাকরণ ও বিরচন (মুখস্থ অংশ) নির্ভর বই। বইটিতে অধ্যায়ভিত্তিক সকল খুঁটিনাটি আলোচনা এবং অধ্যায় শেষে বিগত বছরে আসা সকল প্রশ্ন দেওয়া হয়েছে। বইটি বিসিএস, প্রিলি ও লিখিত ব্যাকরণ অংশের জন্য ১৫ ৩০=৪৫ নম্বর কাভার করবে। বইটি কেন পড়বেন? প্রথাগত (পুরাতন) ব্যাকরণ ও প্রমিত (নতুন) ব্যাকরণ বইয়ের তথ্যগুলো সমন্বয় করে দেওয়া হয়েছে। এতে শিক্ষার্থীদের বিভ্রান্তে পড়তে হবে না। সাধারণত চাকরির গাইডগুলোতে বিভিন্ন চাকরির প্রশ্ন দেওয়া থাকে, কিন্তু বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রশ্ন থাকে না কিংবা খুব কম থাকে। আবার, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার গাইডগুলোতে চাকরির প্রশ্নগুলো থাকে না। যেকোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য সকল প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, অর্থাৎ কিছু প্রশ্ন হুবহু বা আংশিক পরিবর্তন হয়ে এসে থাকে। তাই আলোক বইতে সকল পরীক্ষার প্রশ্ন সংযোজন করা হয়েছে। বইটির সাফল্য আলোক 3rd Edition এর এই বইটি বিসিএস, ব্যাংকসহ সকল নিয়োগ পরীক্ষায় প্রশ্ন কমনে শীর্ষে আছে। ৪৩ ও ৪৪তম বিসিএসে ৯০ শতাংশ প্রশ্ন কমন ছিল। পরীক্ষায় সর্বোচ্চ কমন প্রশ্ন পেতে, সর্বোচ্চ বিগত বছরের প্রশ্ন পেতে, সর্বোচ্চ গোছানো প্রস্তুতি নিতে আলোক বইটি চাকরি প্রত্যাশীদের সহায়ক হবে। ব্যাকরণের গোছানো আলোচনা আলোক Alok publications এর একটি চাকরি প্রস্তুতির সংকলন বই। ব্যাকরণের সকল টপিক ছোটো ছোটো করে ৪২টি অধ্যায়ে সুবিন্যস্ত করা হয়েছে এবং ভিন্ন আঙ্গিকে থিওরি অংশ সাজানো হয়েছে। যেমন- কঠিক বিষয়গুলোর ব্যাকরণিক ব্যাখ্যার পাশাপাশি অর্থ চয়ন, সতর্কতা, সংশোধনীয়, করণীয় ও পরামর্শ দেওয়া হয়েছে। যাতে প্রশ্ন একটু ঘুরিয়ে আসলেও সুনিশ্চিত উত্তর করতে পারেন। সর্বোচ্চ উদাহরণ বইতে (Alok Abdul Hasnat) প্রতিটি অধ্যায়ে উল্লেখযোগ্য বিভিন্ন মৌলিক বই থেকে সর্বোচ্চ উদাহরণ সংযোজন করা হয়েছে, এতে পরীক্ষায় আসা নতুন প্রশ্নগুলোও কমন পেতে সহায়তা করবে। জটিল বিষয় বুঝার সূত্র ব্যাকরণের দুর্বোধ্য বিষয়গুলো সহজে বুঝার জন্য কিংবা আয়ত্ত করার জন্য বিভিন্ন ‘নির্ণয়ের সূত্র’, ‘ছন্দ ও কৌশল’ দেওয়া হয়েছে। ব্যাকরণের পাশাপাশি বিরচন অংশেও অধিক গুরুত্ব দিয়ে বিভিন্ন নির্ণয়ের সূত্র, কৌশল প্রদান করা হয়েছে। যেমন- বাগধারার অর্থ মনে রাখার জন্য সর্বাধিক উৎসমূলক কাহিনি বা প্রেক্ষাপট দেওয়া হয়েছে। বিগত পরীক্ষার প্রশ্ন প্রত্যেকটি অধ্যায় শেষে বিগত পরীক্ষায় আসা মোট ৫৭৫২টি MCQ প্রশ্ন সংযোজন করা হয়েছে। সকল বিসিএস,(Alok for BCS preparation), ব্যাংক (Alok for Bank exam preparation), পিএসসি, প্রাইমারি, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রশ্ন বইতে সংযুক্ত করা হয়েছে। যাতে যেকোনো পরীক্ষায় বারবার আসা একই প্রশ্নগুলো কমন পাওয়া যায়। বিগত বিসিএস, ব্যাংক নিয়োগ, পিএসসি নিয়োগ, প্রাইমারি শিক্ষক নিয়োগ ও বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা—এগুলো আলাদা আলাদাভাবে বিন্যস্ত করা হয়েছে। এতে নতুন প্রশ্নের জন্য আলাদা কোনো জব সল্যুশন বই পড়া লাগবে না। রেফারেন্স সহ ব্যাখ্যা প্রয়োজনীয় ও দুর্বোধ্য বা দ্বিধান্বিত প্রশ্নের রেফারেন্স সহ ব্যাখ্যা সংযোজন করা হয়েছে। এতে বুঝে বুঝে প্রশ্ন শেষ করতে অসুবিধা হবে না। আলোক বইটি পড়লে ব্যাকরণের ও বিরচনের জন্য অন্য কোনো বই পড়া লাগবে না। যেমন: নবম-দশম শ্রেণির বোর্ড ব্যাকরণ, যেকোনো প্রকাশনীর একটি গাইডবই, মুখস্থ অংশের জন্য অন্য কোনো বই কিছুই লাগবে না। চাকরি বা অন্যান্য প্রতিযোগীতামূলক পরীক্ষায় (Alok for University Exam preparation) বাংলা ও বিরচন অংশে সর্বোচ্চ প্রস্তুতি নিতে আলোক বইটি সহায়ক।