প্রথম অধ্যায় মানসিক প্রস্তুতি নিজের কাছে নিজের জীবন ছাড়া আর কি অধিক গুরুত্বপূর্ণ হইতে পারে? মৃত্যু হইলেই কি এই জীবনের এইখানেই শেষ? অথবা অন্য একটি জীবনের সুরু? কেহ কি জানে মৃত্যু ঘটিবার পর কি হয়? কেহ কি সেখানে গিয়াছে বা বলিতে পারে ইহা কি রূপ? এই সব প্রশ্ন সম্বন্ধে জনসাধারণ ক্রমশ সচেতন হইতেছেন। ‘রিসাসীটেশন' অর্থাৎ কৃত্রিম উপায়ে হৃদযন্ত্র সক্রিয় করিয়া মৃত মানুষগুলিকে পুনরায় বাঁচানোর এবং তাহাদের মৃত সময়ের অভিজ্ঞতাগুলি সংগ্রহ করার ফলে জনসাধারণের অনুসন্ধিৎসা বাড়িতেছে এবং ক্রমশ অধিকতম ব্যক্তি এই বিষয়ে জানিবার আগ্রহ দেখাইতেছেন। কোনও কোনও ব্যক্তি মারা যাইবার পর পুনরায় বাঁচিয়া উঠিয়া মৃত্যুর ওপারের জগতের রোমাঞ্চকর বর্ণনা দিয়াছেন। এইরূপ আনন্দদায়ক অভিজ্ঞতা সঞ্চয়ের ফলে কাহারও কাহারও মৃত্যু সম্বন্ধে ভয় কাটিয়া গিয়াছে। অনেকেই এই প্রশ্ন করিতেছেন যে, অধুনাপ্রাপ্ত পারলৌকিক অভিজ্ঞতালব্ধ রিপোর্টগুলি সবই অতি মনোহর এবং অতি উত্তম। তাঁহারা জিজ্ঞাসা করিতেছেন—মৃত্যুর ওপারের অভিজ্ঞতাগুলির মধ্যে অতি সাংঘাতিক ও কষ্টদায়ক অভিজ্ঞতার বর্ণনা নাই কেন ?