আবদুল হাই ইদ্রিছী একাধারে কবি, ছড়াকার, প্রাবন্ধিক, কলামিস্ট, সাংবাদিক, সম্পাদক, সংগঠক ও প্রকাশক। তিনি মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার পতনউষার ইউনিয়নের রামেশ্বপুর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। তাঁর পিতা মাও. ইদ্রিছ আলী (র.) ছিলেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও মাতা মোছা. আছমা বেগম। চার ভাই-বোনের মধ্যে তিনি দ্বিতীয়। ২০০১ সাল থেকে তিনি লেখালেখি শুরু করেন। এরপর নিয়মিত লিখে চলছেন। বর্তমানে সুকৃতির নানা শাখায় তাঁর নিরন্তর বিচরণ। তিনি একজন দক্ষ ছড়াশিল্পী ইতিমধ্যে তাঁর লেখা প্রবন্ধগ্রন্থ চৌধুরী হারুন আকবর জীবন ও সাহিত্য ভাবনা' এবং 'রাসুল (সা.) আমার ভালোবাসা' বেশ প্রশংসা অর্জন করেছে। তাঁর সম্পাদিত সাহিত্যপত্রিকা 'অভিযান' ও 'নির্যাস' এবং স্মারকগ্রন্থ 'আরাধ্য অরণ্যের কবি' পাঠক ও সুধীজনের দৃষ্টি আকর্ষণ করেছে। সংগঠক হিসেবে দক্ষতা ও নিষ্ঠার সাথে 'শব্দচর সাহিত্য ফোরাম (শসাফো)' এর প্রতিষ্ঠাতা ও সভাপতি, 'চৌধুরী গোলাম আকবর সাহিত্যভূষণ স্মৃতি সংসদ' এর প্রতিষ্ঠাতা ও সভাপতি, 'জাতীয় কবিতা মঞ্চ' এর মৌলভীবাজার জেলা সভাপতি, 'কমলগঞ্জ রিপোটার্স ইউনিটি' এর প্রতিষ্ঠাতা সহ-সভাপতি, 'অক্ষর সাহিত্য সংসদ (অসাস)' এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, 'কমলগঞ্জ উপজেলা সাংবাদিক ফোরাম' এর সহ-সাধারণ সম্পাদক, 'কমলগঞ্জ প্রেসক্লাব' এর সদস্য হিসাবে দায়ীত্ব পালন করছেন। পেশায় তিনি একজন সাংবাদিক, সম্পাদক ও প্রকাশক। সম্পাদনা করছেন শিল্প সাহিত্যের কাগজ 'মাসিক শব্দচর' এবং নান্দনিক প্রকাশনা প্রতিষ্ঠান 'শব্দচর প্রকাশনী' এর সত্ত্বাধিকারী। কর্মের স্বীকৃতিস্বরূপ পেয়েছেন- 'তরুণ লেখক সংবর্ধনা ও পুরস্কার-২০১৫, ঢাকা। বিজ্ঞানী স্যার জগদীস চন্দ্র বসু স্মৃতি সম্মাননা-২০১৫, ঢাকা। কাব্যকথা সাহিত্য পুরস্কার ২০১৫, ঢাকা। বাংলাদেশ মিডিয়া ইনস্টিটিউট সম্মাননা-২০১৬, ঢাকা। শিরোনাম সাহিত্য পুরস্কার-২০১৬, নওগাঁ, রাজশাহী। লাল সবুজ শুভেচ্ছা স্মারক-২০১৯, কমলগঞ্জ, মৌলভীবাজার। শব্দকলা সাহিত্য পদক-২০১৯, রাজশাহী বিশ্ববিদ্যালয়। কমলগঞ্জ প্রেসক্লাব সম্মাননা-২০১৯, কমলগঞ্জ, মৌলভীবাজার।