প্রত্যেকেরই নিজ দেশ ও নিজেদের অতীত পরিচয় জানা একান্তই জরুরি। নিজের শেকড়ের সন্ধান করে একটি জাতিসদস্য হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করলে সকলেই দেশপ্রেমে উদ্বুদ্ধ হবে। দেশের জন্য মহৎ কিছু করতে উদ্যোগী হবে। একটি সাহসী জাতি হাজার বছরের পরাধীনতা কাটিয়ে কীভাবে স্বাধীন হলাে তারই একটি পরম্পরা তথ্যসমৃদ্ধ গ্রন্থ এটি। অচিন দৈত্যপরীতে বন্দি স্বাধীনতাকে সােনার কাঠির সংস্পর্শে বের করে আনলেন যে মহানায়ক তিনি হলেন এ জাতির ইতিহাসে হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান। বাঙালি জাতিকে স্বাধীনতার আলােকে উজ্জীবিত করেন তিনি। আর তাই তাে তিনি জাতির পিতা। প্রতিটি বাঙালির স্নায়ুতে, রন্ধ্রে রন্ধ্রে উচ্চারিত হয়। তার নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ১৯৭১-এর মার্চ থেকে ডিসেম্বর পর্যন্ত বাঙালি জাতি যে অমূল্য ত্যাগ স্বীকার করে স্বাধীনতা ছিনিয়ে এনেছিল তার স্বপ্নদ্রষ্টা ছিলেন তিনি। আলােকবর্তিকা হাতে জাতির সুপ্ত সাহস জাগ্রত করে কীভাবে তিনি বাঙালিকে স্বাধীন জাতি হিসেবে বিশ্বে পরিচিতি দিলেন তার একটি তথ্যসমৃদ্ধ কথামালা এ গ্রন্থটি। বঙ্গবন্ধু সম্পর্কে এবং আমাদের পূর্বাপর জাতিপরিচয় নির্ধারণীমূলক এক দুষ্প্রাপ্য ইতিহাস-সমৃদ্ধ রচনামূলক গ্রন্থটি শুধু জ্ঞানপিপাসাই মেটাবে না উপরন্তু বিভিন্ন গবেষণামূলক কাজেও গ্রন্থটি অনন্য ভূমিকা পালন করবে।
Title
বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান