সঙ্গীত মানুষের হৃদয়ে আদিকাল থেকে একমাত্র সাথী হয়ে ছায়ার মত জরিয়ে আছে। মানুষের সুখ-দুঃখ, প্রেম-ভালোবাসা, রাগ-অনুরাগ, বিরহ-বেদনা, এবং আশা- নিরাশাগুলো খুব সহজে প্রকাশ করার একমাত্র মাধ্যম হলো সঙ্গীত। সঙ্গীত তার নিজস্ব রূপ-মাধুর্য এবং কলা-কৌশল দিয়ে মানুষের ইন্দ্রিয়তে এক অভূতপূর্ব শিহরনের সৃষ্টি করে। তাই সঙ্গীত সর্বৎকৃষ্ট, সর্বশ্রেষ্ঠ এবং অনুপম সুন্দর। পৃথিবীতে সব কিছুই পরিবর্তনের সাথে সাথে সঙ্গীতেরও অনেক কিছু পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। অবশ্য ইতি মধ্যে সঙ্গীত বিষয়ে অনেক নতুন ধারার বইও প্রকাশিত হয়েছে এবং বাজারে দেখা যাচ্ছে। কিন্তু দুঃখের বিষয় হলো- প্রকাশিত বই গুলোতে সঙ্গীত শিক্ষার সহজ ও সঠিক পন্থা ব্যবহার না করায় সঙ্গীত শিক্ষার্থীগন উপযুক্ত শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। এই সব বাধা বিপত্তি পেরিয়ে অনেক দিনের চিন্তা চেতনা এবং সাধনার ক্ষুদ্র প্রকাশ আমার এই "নির্বাচিত আধুনিক গানের স্বরলিপি" বই খানা। বই খানাতে আমি সঙ্গীত শিক্ষার সহজ-সঠিক ও আধুনিক পদ্ধতি এবং সহজ কলা-কৌশল সাধ্যমত ব্যবহার করার চেষ্টা করেছি। যাতে করে শিক্ষার্থীগন খুব সহজে সঙ্গীত বিদ্যাকে আয়ত্ব করতে পারে। আশা করি আমার এই বই খানা সঙ্গীত পিপাসু এবং সঙ্গীত শিক্ষক-শিক্ষার্থীগণের ভালো লাগবে। আর আপনারদের ভালো লাগলেই আমার শ্রম সফল এবং সার্থক হবে বলে মনে করি।