ভূমিকা এই নতুন সংস্করণ ছাত্র-ছাত্রীগণের প্রয়োজনীয়তার কথা মনে রেখে পরিমার্জত ও পরিবর্ধত হলো। রসজ্ঞ পাঠকগণের নিকটে এটি সমাদৃত হবে বলে আমাদের বিশ্বাস। কৃষ্ণকুমারী প্রসঙ্গে ইউরিপিদেস ও রাসিন বণিত ইফিজেনিয়ার কাহিনী আলোচিত হয়েছে। টড এই প্রসঙ্গ ব্যতীত ভার্জনিয়া ও জেপথার কথা উল্লেখ করেছেন। তাঁদের কাহিনীও আলোচিত হয়েছে। এই সংস্করণ প্রণয়নে শ্রমতী হাসি ভট্রাচার্য এম. এ. ও শ্রীসর্বনাথ ভট্রাচার্য এম. এ. আমর সঙ্গে পূর্ণ সহযোগিতা করেছেন। তাঁদের মঙ্গল কামনা করি। পূর্ব এর সংস্করণ নি:শেষিত হওয়ায় এই গ্রন্থের মুন্দ্রণকালে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীগণ উৎসুক -চিত্তে এর সংবাদ নিয়েছেন। তাঁদের উৎসাহ আমাকে প্রেরণা দিয়েছে। তাঁদের আশীর্বাদ জানাই। ড. শ্রীভবানী গোপাল সান্যাল ১৮, রাষ্ট্রগুরু এভেনিউ নাগেরবাজার,কলিকাতা- ২
সূচিপত্র * ভূমিকা: ঊনবিংশ শতাব্দীর পটভূমি আলোচনা * মধুসূদন ও নবযুগ * নবযুগের সাহিত্য ও মধুসূদন * কবি জীবনী * ইংরেজী নাটকের ভূমিকা * বাংলা নাটকের আদি পর্ব * নাট্যকার মধুসূদন * মধুসূদন ও নাট্যতত্ত্ব * কৃষ্ণকুমারী নাটক- রচনারকাল ও অভিনয় * মূল কাহিনী ও মধুসূদন * ঐতিহাসিক নাটক * নাটকের গঠন -শিল্প * নাটকের গুন ও ত্রুটি * ট্রাজেডি নাটকরূপে কৃষ্ণকুমারী * ট্রাজেডিতে মৃত্যু * পাশ্চাত্য প্রভাব * প্রাচ্য প্রভাব * সংলাপ * কৃষ্ণকুমারী নটকে অতিপ্রাকৃতের ব্যবহার * চরিত্র-চিত্র * কৃষ্ণকুমারী নাটকের সামগ্রিক বিচার * নাট্যকার মধুসূদন * মেঘনাদবধ কাব্য ও কৃষ্ণকুমারী * কৃষ্ণকুমারী ও পাশ্চাত্য নাটক
মহাকবি মাইকেল মধুসূদন দত্ত (২৫ জানুয়ারি, ১৮২৪ – ২৯ জুন, ১৮৭৩) ঊনবিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ বাঙালি কবি ও নাট্যকার। তাঁকে বাংলার নবজাগরণ সাহিত্যের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব গণ্য করা হয়। ব্রিটিশ ভারতের যশোর জেলার এক সম্ভ্রান্ত কায়স্থ বংশে জন্ম হলেও মধুসূদন যৌবনে খ্রিষ্টধর্ম গ্রহণ করে মাইকেল মধুসূদন নাম গ্রহণ করেন এবং পাশ্চাত্য সাহিত্যের দুর্নিবার আকর্ষণবশত ইংরেজি ভাষায় সাহিত্য রচনায় মনোনিবেশ করেন। জীবনের দ্বিতীয় পর্বে মধুসূদন আকৃষ্ট হন নিজের মাতৃভাষার প্রতি। এই সময়েই তিনি বাংলায় নাটক, প্রহসন ও কাব্যরচনা করতে শুরু করেন। মাইকেল মধুসূদন বাংলা ভাষায় সনেট ও অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক। তাঁর সর্বশ্রেষ্ঠ কীর্তি অমিত্রাক্ষর ছন্দে রামায়ণের উপাখ্যান অবলম্বনে রচিত মেঘনাদবধ কাব্য নামক মহাকাব্য। তাঁর অন্যান্য উল্লেখযোগ্য গ্রন্থাবলি হলো দ্য ক্যাপটিভ লেডি, শর্মিষ্ঠা, কৃষ্ণকুমারী (নাটক), পদ্মাবতী (নাটক), বুড়ো শালিকের ঘাড়ে রোঁ, একেই কি বলে সভ্যতা, তিলোত্তমাসম্ভব কাব্য, বীরাঙ্গনা কাব্য, ব্রজাঙ্গনা কাব্য, চতুর্দশপদী কবিতাবলী, হেকটর বধ ইত্যাদি। মাইকেলের ব্যক্তিগত জীবন ছিল নাটকীয় এবং বেদনাঘন। মাত্র ৪৯ বছর বয়সে কলকাতায় মৃত্যু হয় এই মহাকবির।