দ্বীনে ফেরার পর নাবিলা মাঝেমধ্যে চিন্তা করতো আমি না হয় জানতাম না, বুঝতাম না কিন্তু যারা বড় তারাও কি অবুঝ। কেন তারা আমাদের মতো যারা আছে তাদের হাত ধরে সঠিক পথ দেখায় না? তারা কি বড় হয়েও সঠিক পথ চিনতে পারে না? এটা তো তাদের কর্তব্য যে তারা আমাদের সঠিক পথ চিনিয়ে দিবে। অথচ জিবনের এতগুলো বছর পেরিয়ে গেলো কেউ একটা দিন একটা বার আমাকে বললো না, মা আল্লাহর দিকে ফেরো, আমাদের আল্লাহ সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। এভাবে হাসি-তামাশায় জিবনকে শেষ করা আমাদের উদ্দেশ্য নয়৷ দুনিয়ায় আমাদের পাঠানো হয়েছে জান্নাতের চাবি জোগাড় করার জন্য। দুনিয়া আখিরাতের শস্যক্ষেত্র বইতে বহুবার পড়িয়েছেন স্যার। কিন্তু একটা বার আমাদের ব্যাখ্যা করে বোঝান নি যে, দুনিয়াটা হলো আমাদের কাছে শস্যক্ষেত্র অর্থাৎ চাষের জমি। আল্লাহ এই জমিতে আমাদের চাষ করতে অর্থাৎ নেক আমল করতে পাঠিয়েছেন। আমরা যত ভালো চাষাবাদ করবো ততো ভালো শস্য উৎপাদন করবো। আর এই শস্য হলো আমাদের নেকি যা আখিরাতে আমাদের কাজে আসবে। এই দুনিয়ায় আমাদের আসার মূল উদ্দেশ্য হলো আখিরাতের জন্য এই শস্য উৎপাদন করা। ইন-শা-আল্লাহ আমরা সবাই নিজ নিজ জমিতে এই শস্যের (নেকির) উৎপাদন বাড়াবো নেক আমলের মাধ্যমে-এই কথাটা একটা দিনও বলেনি আমাদের কোন শিক্ষক।