ডি.বি হেড কোয়ার্টারের একটা টেলিফোন অনবরত বেজেই চলছে, কেউ ধরছে না। শাখাওয়াত সাহেব ছাড়া অন্য কেউ এ ফোনটা রিসিভ করবে না, নির্দেশ রয়েছে। প্রতি মাসের এমন একটা তারিখে এমন একটা সময়ে এ ফোনটা আসে, যা অত্যন্ত রহস্যময়। এ পর্যন্ত এই রহস্যময় কলার কে আইডেন্টিফাই করা যায়নি। তবে যে সব ক্লু উদ্ধার করা হয়েছে, তা হল এরকম যে তারিখের সংখ্যাতে কোনো একটা '৩' থাকবে, যেমন- ৩, ১৩, ২৩, ৩০, ৩১ ইত্যাদি। আবার সময়টাতে ঘণ্টা কিংবা মিনিটের ক্ষেত্রে অঙ্ক '৩' থাকবে যেমন- ৩টা, ৫টা ১৩ মিনিট, ৮টা ৩০ মিনিট ইত্যাদি। আজ যেহেতু মাসের ২৩ তারিখ তাই ডি.বি হেড কোয়ার্টারে সকল কর্মকর্তা এলার্ট রয়েছে। সকাল ৭টা ২৩ মিনিটের সময়ই ফোনটা বাজতে শুরু করল। উপস্থিত কর্মকর্তারা নিশ্চিত ওই রহস্যময় কলটাই এসেছে। ইমন সাহেব রিসিভারটার দিকে হাত বাড়িয়ে দিয়েও আবার হাত গুটিয়ে আনলেন। সিয়াম সাহেব ভ্রু কুচকে বললেন, শাখাওয়াত স্যার না আসা পর্যন্ত আজ রিসিভার উঠাচ্ছি না। ইমন সাহেব কলার ভয়েস আইডেন্টিফাইং যন্ত্রের (ফোনকারীর কণ্ঠ সনাক্তকরণ যন্ত্র) সুইস বাটনে আঙুল চাপতে যেয়েও থামলেন। সিয়াম সাহেবের দিকে চোখ রেখে কাধ ঝাঁকিয়ে বললেন, ও.কে, স্যারের জন্যই ওয়েট করি।