পেশ কালাম اَلْـحَمْدُ لِلّه ِرَبِّ الْـعَـالَـمِيـْن وَالصَّـلَاةُ اَلسَّـلَامُ عَلى رَسُـوْلِ اللهِ صَلَّى اللّهُ عَلَيْهِ وَسَلَّم وَ عَلى الِهِ وَاَصْـحَابِـهِ اَجْـمَـعِـيْـنَ . ইসলামের মৌলিক বিষয়গুলো তথা আরকানুল ইসলাম, আরকানুল ঈমান, তাওহীদ, শিরক ও কুফর সম্পর্কে জ্ঞান অর্জন করা আমাদের প্রত্যেক মুসলিমের উপর একান্ত কর্তব্য। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হচ্ছে, আমাদের অনেক মুসলিম ভাই-বোনদের নিকট ইসলামের এই মৌলিক বিষয়গুলো সম্পর্কে যথাযথ ইল্ম বা জ্ঞান নেই। ফলে তাদের ঈমান ও আকীদা এবং সকল আমল মনের অজান্তেই শিরক ও বিদআত দ্বারা মিশ্রিত হয়ে কলুষিত হয়ে যাচ্ছে। আর মহান আল্লাহ তায়ালা বান্দার এই শিরক দ্বারা কলুষিত ইবাদত কখনই কবুল করেন না। আল্লাহ রাব্বুল আলামীন বলেন : اَلَّذِيْنَ آمَنُوْا وَلَمْ يَلْبِسُوْا إِيْمَانَهُمْ بِظُلْمٍ أُوْلٰئِكَ لَهُمُ الْأَمْنُ وَهُمْ مُّهْتَدُوْنَ. ‘যারা ঈমান এনেছে এবং তাদের ঈমানকে যুলুম (শিরক) দ্বারা কলুষিত করে নাই, কেবলমাত্র তাদের জন্য রয়েছে নিরাপত্তা এবং তারাই সৎপথপ্রাপ্ত’। (সূরা আনআম : ৮২) তাই ইসলামের মৌলিক বিষয়গুলো সম্পর্কে এই পুস্তিকাতে সংক্ষিপ্ত আলোচনা করেছি, যেন আমরা উল্লেখিত বিষযয়গুলো সম্পর্কে সঠিকভাবে জ্ঞান অর্জন করে আমাদের ঈমান ও আকীদা বিশুদ্ধ করতে পারি। মহান আল্লাহ রাব্বুল আলামীন আমাদের সকলকে ইসলামের সঠিক জ্ঞান অর্জন ও শিরকমুক্ত ইবাদত করার তৌফিক দান করুন। আর এ ক্ষুদ্র প্রয়াসটি যেন তিনি আমাদের পরকালের নাজাতের উসীলা হিসেবে কবূল করে নেন, আমিন।
জন্ম ১৯৭১ সনে ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার রাজাপুর গ্রামে। পিতা: মুহাম্মাদ আফতাব উদ্দিন। মাতা: মরহুমা রাহিমা খাতুন। দেশের প্রতিষ্ঠিত একজন ব্যবসায়ী। ঢাকা বিশ্ববিদ্যালয় ও মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয়, সৌদী আরব থেকে উচ্চতর ডিগ্রী অর্জন করেন। তিনি একজন ভ্রমন পিপাসু এবং বিজ্ঞানমনষ্ক ব্যাক্তিত্ব। সুবিশাল আকাশ নিয়ে তাঁর নিরন্তর ভাবনা। কুরআনুল কারীম এর বিজ্ঞান বিষয়ক আলোচনা তাঁকে দারুণ বিমোহিত করে। আমেরিকা’র ‘নাসা’ ভ্রমনকালে মহাকাশ বিজ্ঞান গবেষণা দেখে আপ্লুত হোন। নাসা’র গবেষণাগার তাঁর চিন্তার জগতে এতটাই প্রভাব বিস্তার করে যে, দেশে ফিরে মহাকাশ বিজ্ঞান ও কুরআনের সাথে এর সম্পর্ক বিষয়ক একটি গবেষণাপত্র তৈরীতে ব্রত হন। পরবর্তীতে সেই গবেষণার ফলই হচ্ছে তাঁর রচিত প্রথম বই- “আল-কুরআন ও বিজ্ঞান -মহাবিশ্বে আল্লাহর প্রমাণ”।