পৃথিবীর অন্যান্য দেশের মতাে মহামারি করােনা ভাইরাস বাংলাদেশকেও আক্রান্ত করেছে। বিঘ্ন ঘটেছে স্বাভাবিক জীবনযাত্রার। মানুষ হয়েছে ঘরবন্দি। দীর্ঘদিন বন্ধ ছিল চাকরি, ব্যবসা-বাণিজ্য কিংবা ছােটো-বড়াে নানা উদ্যোগ। ফলে বাঙালির জীবনে নেমে আসে ঘাের অমানিশা। দেখা দেয় শিক্ষা, চিকিৎসা ও যােগাযােগ ক্ষেত্রে নানা সংকট। খাদ্য সংকট ছিল আরাে প্রকট। এই চরম দুর্যোগে বাংলাদেশ পুলিশ ছাড়া রাস্তায় তখন কেউ ছিল না। ক্ষুধার্ত ও অসহায় মানুষদের মমতায় কাছে টেনে নেন পুলিশ সদস্যরা। চোখের পানি মুছে হাতে তুলে দেন খাবার। অসুস্থ ব্যক্তির দিক থেকে যখন স্বজনরা মুখ ফিরিয়ে নেয়, তখনাে পাশে দাঁড়ায় পুলিশ। করােনা আক্রান্ত ব্যক্তির লাশ সৎকারে স্বজন ও গ্রামবাসী বাধা হয়ে দাঁড়ালে ছুটে আসে মানবিক পুলিশ। করােনাকালে দেখা গেছে মানবিক সংকটের চূড়ান্ত উত্থান, আবার দেখা গেছে বাংলাদেশ পুলিশের মানবিক রূপ। করােনাকালে মানবিক পুলিশ বইটি মানবিকতা ও অমানবিকতার আখ্যান। আরাে রয়েছে, যুগে যুগে পৃথিবীর বিভিন্ন মহামারির সংক্ষিপ্ত বর্ণনা, করােনা মােকাবেলায় আইজিপি মহােদয়ের প্রশংসনীয় উদ্যোগ, মানুষের অমানবিকতা ও বাংলাদেশ পুলিশের উদারতা। করােনাকালে মানবিক পুলিশ সময়ের সরল সমীকরণ, যা মানুষকে সচেতন হতে শেখাবে, মানবিক হতে সহায়তা করবে।