কিশোর মনের গভীরে অনুসন্ধানী আলো ফেলে তাদের ভালোলাগা মন্দলাগা, আনন্দ-উচ্ছ্বাস, সৃজনী-উদ্ভাবনী এবং স্মৃতিকাতরতা প্রসঙ্গগুলো যথার্থভাবে উপলব্ধির পর কথাশিল্পী রফিকুর রশীদ তাঁর গল্প-উপন্যাসে ফুটিয়ে তুলতে চেষ্টা করেন। কত না বিচিত্র রঙে রঙিন কিশোর মনোজগৎ! কত না উৎসাহ, উদ্দীপনা! কত না কল্পনাবিলাস আর রোমাঞ্চ! তার সবই কি আঁকা যায় শিল্পীর তুলিতে? নাকি লেখা হয় লেখকের কলমে! রফিকুর রশীদ কিশোর মনের আবেগমাখা চালচিত্রের খুটিনাটিও তুলে আনতে চান কিশোরগল্পে, যখন পুরোটা কুলিয়ে ওঠে না, তখন ক্যানভাস বদলিয়ে চলে আসেন কিশোর-উপন্যাসে। বিজ্ঞানের এই চরম উৎকর্ষের যুগেও শিশু-কিশোরেরা ভূত-প্রেতের গল্প শুনতে ভালোবাসে। ক্ষুদে পাঠকদের কৌতূহলের এই বিষয়টি বিবেচনায় রেখে তিনি লিখেছেন অদ্ভুত সব ভুতুড়ে উপন্যাস। ছোটদের মনে ভূতের ভয় জাগানো নয়, ভয় তাড়ানোই যেন এ-সব উপন্যাসের উদ্দেশ্য। এ রকম তিনটি ভুতুড়ে উপন্যাস এই সংকলনের অন্তর্ভুক্ত হয়েছে। আর আছে মুক্তিযুদ্ধের কিশোর উপন্যাস তিনটি। মোট ছয়টি কিশোর উপন্যাস এক মলাটে বন্দি করে উপস্থাপন করা হয়েছে রফিকুর রশীদের কিশোর উপন্যাসসমগ্র-২। ছোটদের বড়দের সকলের কাছেই এ বইটি সুখপাঠ্য হবার দাবি রাখে।
রফিকুর রশীদ। জন্ম ১৯৫৭ সালের ২৭ সেপ্টেম্বর, মেহেরপুর। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষাজীবন শেষে ১৯৮৩ সালে সিলেটের এক চা-বাগানে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে শুরু হয় তাঁর কর্মজীবন। মন টেকে না সেখানে। যােগ দেন কলেজ। শিক্ষকতায়। দীর্ঘ ৩৩ বছর শিক্ষকতা শেষে মেহেরপুরের গাংনী কলেজ থেকে তিনি সম্প্রতি অবসর গ্রহণ করেন। নিভৃতে কাব্যচর্চা দিয়ে শুরু হলেও সত্তর দশকের শেষভাগে পত্র-পত্রিকায় গল্প লিখেই তাঁর আত্মপ্রকাশ সাহিত্যজগতে। দেশের উল্লেখযােগ্য প্রায় সব কাগজে বিরামহীন লিখে চলেছেন গল্প আর গল্প, সঙ্গে উপন্যাসও। ছােট-বড় সকলের জন্যে। নির্মোহ চরিত্র চিত্রণ এবং বর্ণনার বিশ্বস্ততাই কথাশিল্পী হিসেবে তাকে এনে দিয়েছে বিশিষ্টতা। ছােটদের জন্য লেখা গল্প এবং উপন্যাসে রফিকুর রশীদ এনেছেন বিপুল বিষয় বৈচিত্র্য। প্রিয় প্রসঙ্গ মুক্তিযুদ্ধ তাে আছেই, বিপুল উৎসাহ-উদ্দীপনা ও কৌতূহলে ভরা বিচিত্র বর্ণে বর্ণিল ছােটদের নিজস্ব ভুবনের আলােকিত উপস্থাপন ঘটে চলেছে তার লেখা শিশু ও কিশাের সাহিত্যে। স্বপ্নজয়ের কথাশিল্পী রফিকুর রশীদ এরই মাঝে অর্জন করেছেন এম. নূরুল কাদের শিশুসাহিত্য পুরস্কার, অগ্রণী ব্যাংক শিশুসাহিত্য পুরস্কার, অধ্যাপক মােহাম্মদ খালেদ শিশু সাহিত্য পুরস্কার, চন্দ্রাবতী একাডেমি শিশু ও সাহিত্য সম্মাননা, কাজী কাদের নওয়াজ জন্মশতবর্ষ সম্মাননা, আলাওল সাহিত্য পুরস্কার, অরণি সাহিত্য পুরস্কার, কাঙাল হরিনাথ পদক ও পুরস্কার, বগুড়া লেখকচক্র স্বীকৃতি ও সম্মাননা, সাতক্ষীরা সাহিত্য একাডেমি সম্মাননা, সিকান্দার আবু জাফর সাহিত্য পুরস্কার, দ্বিজেন্দ্র পুরস্কার (ভরত) প্রভৃতি।