সিরাজুল ফরিদ মানবিক মূল্যবোধের চেতনায় দুঃসাহসি ও বিপ্লবী। ১৯৭৫-এর ১৫ আগস্ট ট্র্যাজেডির পর দেশের নিষ্প্রভ অসচেতন মানুষের লুপ্ত চেতনাকে জাগিয়ে তুলতে এই সাহসী ছড়াকার তাঁর পাঁচ বন্ধুসহ ঐতিহাসিক কর্মতৎপরতায় ‘এ লাশ আমরা রাখবো কোথায়’ শিরনামে একটি সংকলন প্রকাশ করেন। যা প্রকাশিত হয় ১৯৭৮-এর একুশের বইমেলায়। সংকলনটি ছিল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আবার বাঙালির মননে পুনরুজ্জীবিত করার প্রচেষ্টা। এ সংকলন বাঙালির সুপ্ত চেতনাকে জাগ্রত করে, সাহসী হয়ে ওঠে। তখন সামরিক শাসনের ঘেরাটোপে অলিখিত নির্দেশে তাঁর নাম উচ্চারণ নিষিদ্ধ ছিল। সেই ভয়াবহ সময়ে তিরিশজন কবির ছড়া-কবিতার সংকলনটি প্রকাশের মূল দায়িত্বে ছিলেন খেলাঘরের সাবেক সাধারণ সম্পাদক, মুক্তিযোদ্ধা আবদুল আজীজ। অন্য চারজনও খেলাঘরের কর্মী। তাঁরা হলেন- প্রয়াত ছড়াকার আলতাফ আলী হাসু, ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা অনুষদের চেয়ারম্যান ভিষ্মদেব চৌধুরী, বিটিভির অবসরপ্রাপ্ত চীপ ডিজাইনার শিল্পী মানিক দে ও সিরাজুল ফরিদ। তিনি মূলত লেখা সংগ্রহ এবং প্রেসের মুদ্রণ কাজের দায়িত্ব পালন করেন। সিরাজুল ফরিদ একজন কৌশলী ছড়াকার। সত্তর-আশির দশকে সামরিক শাসনের তীর্যক পরিবেশেও প্রতিবাদী ছড়া লিখতে পিছ-পা হননি। পাশাপাশি লেখালেখির শুরু থেকেই শিশুতোষ ছড়া ও কিশোর কবিতা রচনায় বিশেষ দক্ষতার স্বাক্ষর রেখে চলেছেন। এ গ্রন্থে মুদ্রিত ছড়াগুলো মূলত বক্তব্যপ্রধান, পাঠকপ্রিয় ও নন্দিত।