বিশ্বব্যাপী/বৈশ্বিক মহামারী/করোনা ভাইরাসের তাণ্ডব, স্বজন হারানো মানুষের আহাজারি, গৃহবন্দী জীবন, মানসিক অবস্থা, স্বাস্থ্য ঝুঁকি সর্বোপরি দেশের অর্থনৈতিক অবস্থার অবনতি, আজ আমাদের নিত্য আলোচিত বিষয় হয়ে দাঁড়িয়েছে। যুগে যুগে এমন কত ভাইরাসের মোকাবিলা করেছে মানুষ জাতি। ভেঙ্গে পরেনি, হারায় নি মনোবল, ঠিক উঠে দাঁড়িয়েছে পৃথিবীর মানুষ। আমরা পারি, আমরাই পারব তবে হয়তো হারাতে হবে অনেক। এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মেনে নিয়েই আমাদের চলতে হবে স্বাভাবিক জীবনে। আসুন আমরা মনোবল অটুক রাখি। দীর্ঘ নিয়মের শৃঙ্খলে বাঁধা জীবন যখন থমকে দাঁড়াল হঠাৎ করোনাকালে। পারিনি চুপচাপ থাকতে আমিও তাই লিখে গেলাম করোনার দিনলিপি। এই লিখতে গিয়েও কখনো থেমে গেছে আঙুল সাহায্য নিতে হয়েছে কারো কারো। দেখতে হয়েছে খবর, বি বি সি, টি ভি সংবাদ, অনেক ডাক্তারের লেখা, ফেইস বুক, ম্যাসেঞ্জার বন্ধুদের করোনা নিরাময়ে পরামর্শ, অনেকের যৌক্তিক লেখার কিছু অংশ, সাহায্য করেছে গুগল। কারণ এই মুহূর্তে কোনকিছুই কেবল আমার দখলে নেই। তাই ক্ষমা চেয়ে নিচ্ছি সকলের কাছে। লেখার মাঝে যদি কোথাও কোন ভুল ত্রুটি হয়ে থাকে, নিজ গুণে ক্ষমা করবেন আশা করি। আসুন আমরা পথ তৈরি করি, নতুন আমাকে নিয়ে, যেখানে থেমে গেছে পথ। বাড়িয়ে দেই সহমর্মিতার হাত। নিজে বাঁচি, অন্যকে বাঁচাই।