বইটির বৈশিষ্ট্য: বইটির ব্যবহারোপযোগিতা এবং পরীক্ষার শানিত প্রস্তুতির জন্য ‘পাঞ্জেরী MCQ অ্যাসেসমেন্ট কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি’ বইটির শুরুতেই বিগত বিসিএস ও ব্যাংক নিয়োগ পরীক্ষাসমূহের প্রশ্নের ব্যাখ্যাসহ সমাধান দেওয়া হয়েছে। এছাড়া সিলেবাসের আলোকে বইটিকে ২টি স্বতন্ত্র অংশে সাজানো হয়েছে। এগুলো হলো— ১. কম্পিউটার, ২. তথ্যপ্রযুক্তি। যেসব দিক বিবেচনায় ‘পাঞ্জেরী MCQ অ্যাসেসমেন্ট কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি’ বইটি বাজারের অন্যান্য বইয়ের চেয়ে সমৃদ্ধ ও নির্ভরযোগ্য— ১১ম থেকে ৪৫তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্নের ব্যাখ্যাসহ সম্পূর্ণ সমাধান। ২০১০-২০২৩ সালের ব্যাংক প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্নের ব্যাখ্যাসহ সমাধান। প্রস্তুতি যাচাইয়ের জন্য ১৫ সেট মডেল টেস্ট সংযোজন। প্রশ্নের গুরুত্ব বোঝার সুবিধার্থে প্রশ্নের পাশে পরীক্ষার নাম, পদ ও সালের উল্লেখ। প্রতিটি অধ্যায়ে বিসিএস, পিএসসি, ব্যাংকসহ অন্যান্য নিয়োগ পরীক্ষার প্রশ্নোত্তর পৃথকভাবে উপস্থাপন। প্রতি অধ্যায়ে বিষয়বস্তু-সংশ্লিষ্ট বর্ণনা এবং চার্ট ও টেবিলের মাধ্যমে গুরুত্বপূর্ণ তথ্যসম্ভার। সহজে আত্মস্থ করার জন্য গুরুত্বপূর্ণ তথ্যগুলোকে ‘তথ্যকণিকা’ শিরোনামে একবাক্যে উপস্থাপন। সর্বশেষ তথ্যসমূহ হালনাগাদ করে উপস্থাপন। অস্পষ্ট, বিতর্কিত ও পরিবর্তনশীল তথ্যের ক্ষেত্রে সূত্রসহ Note প্রদান। পরিশিষ্ট অংশে বিষয়-সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ পরিচ্ছেদ সংযোজন। নৈর্ব্যক্তিক প্রশ্নোত্তর অনুশীলনের অভিনব পদ্ধতি অনুশীলনের সুবিধার্থে প্রতিটি নৈর্ব্যক্তিক প্রশ্নের উত্তর প্রশ্নগুলাের ডানদিকে এমনভাবে নির্দেশ করা হয়েছে যাতে পরীক্ষার্থী সরাসরি এটি দেখে প্রস্তুতি নিতে পারেন, আবার চাইলে আঙুল বা স্কেল দিয়ে উত্তরটি আড়াল করে নিজের প্রস্তুতি যাচাই করতে পারেন।
Title
MCQ অ্যাসেসমেন্ট: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি (৪৬তম বিসিএস)