বইটির বৈশিষ্ট্য: বইটির ব্যবহারোপযোগিতা এবং পরীক্ষার শানিত প্রস্তুতির জন্য Panjeree MCQ Assessment English Literature বইটিকে দুটি স্বতন্ত্র ভাগে বিভক্ত করা হয়েছে। এগুলো হলো— ১. Answers with Explanations to Previous BCS Preliminary Questions, ২. Topic Based English Literature. যেসব দিক বিবেচনায় Panjeree MCQ Assessment English Literature বইটি বাজারের অন্যান্য বইয়ের চেয়ে সমৃদ্ধ ও নির্ভরযোগ্য— ১০ম থেকে ৪৫তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্নের ব্যাখ্যাসহ সম্পূর্ণ সমাধান। প্রশ্নের গুরুত্ব বোঝার সুবিধার্থে প্রশ্নের পাশে পরীক্ষার নাম, পদ ও সালের উল্লেখ। প্রতিটি অধ্যায়ে বিসিএস, পিএসসি, ব্যাংক নিয়োগসহ অন্যান্য নিয়োগ পরীক্ষার প্রশ্নোত্তর পৃথকভাবে উপস্থাপন। প্রতি অধ্যায়ের প্রশ্নোত্তর অংশে উত্তরের স্বপক্ষে Hints প্রদান। প্রতি অধ্যায়ে বিষয়বস্তু-সংশ্লিষ্ট বর্ণনার পাশাপাশি চার্ট ও টেবিলের মাধ্যমে Information Desk শিরোনামে গুরুত্বপূর্ণ তথ্যসম্ভার। প্রস্তুতি যাচাইয়ের জন্য ২০ সেট মডেল টেস্ট। নৈর্ব্যক্তিক প্রশ্নোত্তর অনুশীলনের অভিনব পদ্ধতি অনুশীলনের সুবিধার্থে প্রতিটি নৈর্ব্যক্তিক প্রশ্নের উত্তর প্রশ্নগুলাের ডানদিকে এমনভাবে নির্দেশ করা হয়েছে যাতে পরীক্ষার্থী সরাসরি এটি দেখে প্রস্তুতি নিতে পারেন, আবার চাইলে আঙুল বা স্কেল দিয়ে উত্তরটি আড়াল করে নিজের প্রস্তুতি যাচাই করতে পারেন।