সরকারি প্রতিষ্ঠানে সুশাসন নিশ্চিতকরণ, আর্থিক খাতে শৃঙ্খলা বজায় রাখা ও জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণে সরকারি কর্মচারীদের দক্ষতা বৃদ্ধি ও সংশ্লিষ্ট আর্থিক বিধিবিধানের সঠিক ও উপযুক্ত প্রয়োগে একান্ত বাঞ্চনীয়। সরকারি সেবা প্রাপ্তিতে সেবা গ্রহিতাদের বিড়ম্বনা, সময়ক্ষেপণ ও হয়রানি রোধকল্পে আর্থিক বিষয়াদি সম্পর্কে নির্ভুল সিদ্ধান্ত গ্রহণে সহায়ক হিসেবে বইটি রচিত হয়েছে। সময়ের প্রেক্ষাপটে ও প্রয়োজনীয়তার নিরিখে সরকারি চাকরির আর্থিক বিষয়াদি সম্পর্কে বিধিমালা, প্রজ্ঞাপন, পরিপত্র ও নির্দেশাবলী জারী করা হয়। এ সকল বিধিবিধানের আলোকে সরকারি কর্মচারীদের সমগ্র কর্মজীবনে প্রাপ্য আর্থিক সুযোগসুবিধা, প্রশিক্ষণ, শিক্ষাবৃত্তি, প্রেষণ ও বৈদেশিক মিশনে পদায়ন, মৃত্যুজনিত কারণে প্রাপ্য সুবিধাদি, অগ্রিম ও ঋণ সুবিধাদি এবং অবসরকালীন পেনশনের বিস্তারিত তথ্যাবলী বইটিতে উল্লেখ করা হয়েছে। এছাড়া রেশন সুবিধাদি, ঝুঁকি ভাতা, পাহাড়ী ও হাওড় ভাতাসহ বিবিধ ভাতা, বিনিয়োগ, আর্থিক ক্ষমতা অর্পণ, আয়কর নির্ণয় ও রিটার্ন জমাদানের পদ্ধতি, বার্ষিক গোপনীয় অনুবেদন এবং আউটসোর্সিং প্রক্রিয়ায় সেবা গ্রহণ সম্পর্কে বিস্তারিত তথ্য সন্নিবেশিত হয়েছে।
জন্মগ্রহণ করেন। শিক্ষা জীবনে উচ্চ মাধ্যমিকে রাজশাহী বোর্ডে মেধা তালিকায় ৫ম স্থান এবং ঢাকা বিশ্ববিদ্যালয় হতে সমাজবিজ্ঞান বিষয়ে প্রথম শ্রেণিতে স্নাতকোত্তর ডিগ্রী অর্জন তাঁর উল্লেখযোগ্য সাফল্য। শিক্ষা জীবনে সফলতার ধারাবাহিকতায় কর্মজীবনেও বিসিএস পরীক্ষায় ২৪তম ব্যাচে প্রশাসন ক্যাডারে উত্তীর্ণ হয়ে ২০০৫ সালে সরকারি চাকরিতে যোগদান করেন। কর্মজীবনে সহকারি কমিশনার ও ২য় শ্রেণির ম্যাজিস্ট্রেট, নেত্রকোণা, নেজারত ডেপুটি কালেক্টর ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, নরসিংদী, সহকারি কমিশনার (ভূমি) মুকসুদপুর, গোপালগঞ্জ ও নরসিংদী সদর, উপজেলা নির্বাহী অফিসার, ফুলতলা, খুলনা ও সোনাতলা, বগুড়া, অতিরিক্ত জেলা প্রশাসক, চট্টগ্রাম, উপসচিব, অর্থ বিভাগ হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রীর একান্ত সচিব হিসেবে কর্মরত আছেন। মাঠপ্রশাসন ও সচিবালয়ের বর্ণাঢ্য কর্মজীবনে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা বইটি লিখতে উৎসাহ জুগিয়েছে। তিনি ২০১৩ সালে জনপ্রশাসন মন্ত্রণালয় হতে বৈদেশিক স্কলারশীপ নিয়ে যুক্তরাজ্য হতে International Human Resource Management বিষয়ে এমএ ডিগ্রি অর্জন করেন। তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অগ্রাধিকারভিত্তিক বিশেষ উদ্যোগ বাস্তবায়নে একাধিকবার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হন। সমসাময়িক বিভিন্ন ইস্যুতে লেখক হিসেবে তার পরিচিতি রয়েছে। মানব সম্পদ ব্যবস্থাপনা, অফিস ও নথি ব্যবস্থাপনা, চাকরির বিধিবিধান, নাগরিক সনদ, শুদ্ধাচার, বাজেট ব্যবস্থাপনা, আয়কর রিটার্ন জমাদান পদ্ধতি, ই-কমার্স, জেন্ডার ইস্যু, সরকারি ক্রয় ব্যবস্থাপনা এবং মোটিভেশনের উপর তিনি প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন। জনবান্ধব সেবা নিশ্চিতকরণ এবং জনসেবায় নতুন কিছু করার আগ্রহ থেকেই সরকারি চাকরির আর্থিক বিধিবিধান বইটি প্রকাশের উদ্যোগ নেয়া হয়েছে। আশাকরি পাঠকগণ সাদরে গ্রহণ করবেন। পাঠকদের মূল্যবান মতামত ও সুচিন্তিত পরামর্শ ভবিষ্যতে আরো জনস্বার্থে কাজ করার উৎসাহ যোগাবে।