সকল "উপ সহকারী ও সহকারী প্রকৌশলী" নিয়োগ পরীক্ষা সমূহের বিগত সালের প্রশ্নপত্র ব্যাখ্যাসহ উপস্থাপন করাতে এই বইটি নিজেকে এক অনন্য উচ্চতায় স্থান করে নিয়েছে। একটি বই খোলার সাথে সাথে অপ্রাসঙ্গিক তথ্য ও অবিন্যস্ত পৃষ্ঠা দেখে প্রতিযোগীরা মানষিক ভাবে ভারাক্রান্ত হয়ে পড়েন। এই বিষয়টি বিবেচনায় রেখে বইটির বিষয়বস্তু ও পৃষ্ঠাসজ্জায় বিশেষ মনোযোগ দেওয়া হয়েছে। যে-কোনো বই পড়ার ক্ষেত্রে বিষয়টি পাঠকের মনে গুরুত্বপূর্ণ প্রতিক্রিয়া তৈরী করে। তাই 'প্রাইম রিসেন্ট ইঞ্জিনিয়ারিং জব সলুশন' বিষয়ভিত্তিক বিশ্লেষণ ও পৃষ্ঠাবিন্যাস এবং অঙ্গসজ্জার কারনে খুব সহজেই আত্মস্থ করা সম্ভব হবে বলে আমরা বিশ্বাস করি। কেননা, নির্ভুল তথ্য সংগ্রহ ও সন্নিবেশ করার ক্ষেত্রে আমরা ছিলাম অত্যন্ত সতর্ক ও যত্নবান। বইটির বৈশিষ্ট্যঃ ★ 'প্রাইম রিসেন্ট ইঞ্জিনিয়ারিং জব সলুশন' (MCQ লিখিত) বইটি বাজারে এই প্রথম প্রকাশিত পূর্নাঙ্গ "ইঞ্জিনিয়ারিং জব সলুশন" যেখানে ০৯/২০/২০২০ তারিখ থেকে ০৪/০৬/২০২১ তারিখ পর্যন্ত অনুষ্ঠিত বিভিন্ন "উপ সহকারী ও সহকারী প্রকৌশলী" প্রতিযোগিতামূলক MCQ ও লিখিত পরীক্ষার ৭১ সেট এর অধিক প্রশ্নের সমাধানসহ ব্যাখ্যা ও টেকনিক সংযুক্ত করা হয়েছে। ★ কোনে প্রশ্নের উত্তর কেমন হয়েছে তা নির্ভুল ব্যাখ্যাসহ বেসিক থেকে বুঝিয়ে দেওয়া হয়েছে। যা প্রতিযোগীতামূলক বাজারে অন্য কোনো বইতে পাবেন না। ★ এই বইটিতে সবচেয়ে সুবিধা পাবেন যেটা, সেটা হলো ডিপার্টমেন্ট অংশে ম্যাথমেটিক্যাল সমস্যা সমাধানের শেষে ইউনিট কনভার্ট ভেঙে ভেঙে দেখানো হয়েছে কারন আমাদের সকল প্রার্থীর এইটা নিয়ে বেশি সমস্যা হয়। তাই বইটিতে সকল গানিতিক সমস্যাবলি সমাধানের শেষে ইউনিট এবং ক্যালকুলেশনগুলো সুন্দর করে উল্লেখ করা হয়েছে, যাতে আপনি খুব সহজেই এগুলো বুঝতে পারেন। ★ প্রতিটি MCQ প্রশ্নের সমাধানের সাথে গুরুত্বপূর্ণ ব্যাখ্যা সংযুক্ত করা হয়েছে। "" সব শেষে সবার জন্য শুভ কামনা রইলো 'প্রকৌশল সম্পাদনা পর্ষদ' - এর পক্ষ থেকে।
Title
প্রাইম রিসেন্ট ইঞ্জিনিয়ারিং জব সল্যুশন (অক্টোবর ২০২০ থেকে জুন ২০২১ সাল পর্যন্ত MCQ ও লিখিত ব্যাখ্যাসহ পূর্নাঙ্গ সমাধান)