ভূমিকা গত ফেব্রুয়ারি এক দুপুরবেলা আমাকে আকাশ প্রকাশনীর স্বত্বাধিকারী লোটন ভাই ফেন করেছিলেন। তিনি বললেন প্রাইডে দ্য থারটিনথ বইটি জোগাড় করেছেন। শুনে আমি লাফিয়ে উঠলাম। কারণ এ হরর ছবিটি আমি বহু বছর আগে দেখেছিলাম। জেসন ভুরহিস নামে এক সিরিয়াল কিলারকে নিয়ে ছবি। ছবিটি হলিউডে এতটাই জনপ্রিয়তা পায় যে পরবর্তীতে এটিকে নিয়ে অনেকগুলো সিকুয়েল এবং টিভি সিরিজ তৈরি হয়েছে। এবং প্রতিটি ছবি পেয়েছে কাঙ্খিত জনপ্রিয়তা। আমি জানতাম না সিনেমার চিত্রনাট্য অবলম্বনে ফ্রাইডে দ্য থারটিনথ বই আকারেও বের হয়েছে। লোটন ভাই আমাকে যে বইটি দিয়েছেন সেটি ফ্রাইডে দ্য থারটিনথ এর তৃতীয় পর্ব। তৃতীয় পর্ব হলেও এটি স্ট্যান্ড অ্যালোন কাহিনি। প্রথম বা দ্বিতীয় পর্বের সঙ্গে এর তেমন কোনো সম্পর্ক নেই শুধু মূল চরিত্রটি ছাড়া। ফ্রাইডে দ্য থারটিনথ আক্ষরিক অর্থেই গা হিম করা একটি সাইকো- থ্রিলার কাহিনি। বইটিতে প্রচুর বীভৎসতা দেখোনো হয়েছে সিনেমার মতোই। আমি কোথাও কোনো কাটছাঁট করিনি। কারণ তাতে মূল রস ক্ষুণœ হতে পারত। তবে যারা দুর্বল চিত্ত, রক্তারক্তি, বীভৎসতা ইত্যাদি থেকে দূরে থাকতে চান তাঁদের বইটি না পড়াই ভালো। কিন্তু যাঁরা ভালবাসেন গা টানটান সাইকো থ্রিলার কাহিনি তাঁদেরকে দারুণ রোমাঞ্চিত করবে এ বইটি। আমার ইচ্ছে আছে ভবিষ্যতে ফ্রাইডে দ্য থারটিনথ এর অন্যান্য পর্বগুলোও অনুবাদ করব। হ্যাপি রিডিং! - অনীশ দাস অপু ঢাকা, বাংলাদেশ