আমার মতে, এটি কিশোরদের উপযোগী করে লেখা সর্ব বয়সের পাঠকদের জন্য সাগ্রহে পঠনীয় একটি উপন্যাস। আপনি যে বয়সেরই হোন না, বাংলা পড়ার এবং বোঝার সামর্থ্য থাকলে বইটি ভালো লাগবে। এর কাহিনি বিন্যাস মুগ্ধকর। প্রতিটি অধ্যায়ে ভালো লাগার যথেষ্ট উপাদান রয়েছে। বইটি পড়ে আমি যত না হেসেছি, তার চেয়ে বেশি শিখেছি। আকর্ষণীয় কৌশলে বিংশ শতকের অন্যতম প্রাবন্ধিক কবি ও লেখক প্রমথ চৌধুরীর একটা উক্তিকে কেন্দ্র করে রচিত উপন্যাসটি যে কাউকে মুগ্ধ করবে। প্রমথ চৌধুরী বলেছেন, "বাংলা ভাষা আহত হয়েছে সিলেটে আর নিহত হয়েছে চট্টগ্রামে।" তাঁর এই উক্তির জন্য চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে বসবাসকারীগণ কষ্ট পেয়েছেন। তাদের মতে, প্রমথ চৌধুরী এই দুই অঞ্চলের আঞ্চলিক ভাষাকে কটাক্ষ করে কথাটি বলেছেন। অনেকে আঞ্চলিক ভাষা নিয়ে নানা কটাক্ষ করে থাকেন। আমি মনে করি-কারও ভাষার প্রতি কখনো এমন কটাক্ষ করা উচিত নয়। আঞ্চলিক ভাষা অঞ্চলের মানুষের প্রাণের ভাষা। প্রমথ চৌধুরী এ উক্তিটি কেন করেছেন, কীভাবে কোন প্রেক্ষাপটে তাঁর মুখ দিয়ে এমন উক্তি বের হওয়ার মতো পরিস্থিতি সৃষ্টি হয়েছিল- ইত্যাকার বিষয় লেখক, কল্পশৈলীর রসালো বুদ্ধিমত্তার থালায় পরিবেশন করে পরিতৃপ্তির দিকে নিয়ে গেছেন। আমি কোনো বই পড়ে এত হাসিনি, এত ভাবিনি। আশা করি
শুদ্ধ বানান চর্চা (শুবাচ)-এর প্রতিষ্ঠাতা । ড. মােহাম্মদ আমীন ১৯৬৩ খ্রিষ্টাব্দের ৩১ ডিসেম্বর। চট্টগ্রাম জেলার চন্দনাইশ উপজেলার চন্দনাইশ গ্রামে। জন্মগ্রহণ করেন। পিতার নাম নুরুল ইসলাম, মাতার নাম সকিনা বেগম। পিতামহ মৌলানা গােলাম শরীফ বড়াে হুজুর নামে খ্যাত। বাড়ির পাশে অবস্থিত। দক্ষিণ গাছবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ড. মােহাম্মদ আমীনের আনুষ্ঠানিক অধ্যয়নের সূচনা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যান বিভাগে। বিএসসি (অনার্স) ও মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। | আমেরিকা থেকে অর্জন করেন পিএইচডি ডিগ্রি। বাংলা বানান গবেষণায় তিনি অন্যতম একজন খ্যাতিমান ব্যক্তিত্ব। বাংলা ব্যাকরণ, বাংলা বানান ও বাংলা ভাষা নিয়ে এ পর্যন্ত রচিত তাঁর গ্রন্থের সংখ্যা। ত্রিশ । উপন্যাস, রম্যরচনা, ছােটোগল্প, প্রবন্ধ, রূপকথা, শিশুতােষ সাহিত্য, সাইন্স ফিকশন, জীবনী, ইতিহাস, আইন, বাংলা বানান, গবেষণা প্রভৃতি তার লেখালেখির ক্ষেত্র। নানা বিষয়ে তাঁর লেখা। গ্রন্থসংখ্যা ১৪০। লেখালেখির স্বীকৃতিস্বরূপ তিনি। একাধিক আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হয়েছেন। লেখালেখি ছাড়াও তিনি দেশ-বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে বাংলা বানান বিষয়ে শিক্ষাদান করে থাকেন। বর্তমানে তিনি ইউনিভার্সিটি অব অটোয়া, অন্টারিও, কানাডায় ভাষাবিজ্ঞান বিভাগের ভিজিটিং প্রফেসর হিসেবেও দায়িত্বরত আছেন।