আমার প্রেম তিলোত্তমা তিলোত্তমা তোমার প্রতি আমার প্রেম একটু অন্যরকম, আমি তোমাকে বোঝাতে পারবো না কোনদিনÑ তোমাকে এক মূহর্ত না দেখলে, তোমার কথা না শুনলে, হৃদপিণ্ডে কেমন যেন চিন্ চিন্ ব্যাথা অনুভব হয়। তুমি যে আমার ভাবনায় থাকো অহর্নিশ ঘড়ির কাঁটা প্রতি সেকেন্ডের পদার্পণে, আমার মনের বেলাভূমিতে এসে দাঁড়িয়ে যাও ভুলতে চাইলেও পারবো না তোমাকে ভুলতে। তোমার প্রতি আমার ভালোবাসা যে অনন্তকালের! বিশ্বাস করো তিলোত্তমা, আমি আমার অনুভূতি থেকে বলছি, আমার অনুভব থেকে বলছি আমার মনের দহন জ্বালা থেকে বলছি আমার আপন আমিত্ব থেকে বলছি... বলছি আমার আত্মা নিগুঢ় প্রেমের অলিন্দ থেকে। তুমি যেন পৃথিবী সৃষ্টির প্রথম থেকেই, আমার বুক পকেটের অন্তর্দেশেই সঞ্চিত ছিলে। আমি আগে কখনও তোমাকে দেখতে পাইনি, জানতেও পারিনি। যুগযুগান্তরের ব্যাপিত প্রেমেও তিলোত্তমা তোমার কোন মøান হয়নি! আমি তোমাকে আবিস্কার করেছি তিলে তিলে অন্তরের অন্তস্থল হতে। তোমার প্রতি আমার ভালোবাসা সাগরের ঢেউয়ের মতোই উত্তালÑ নীল আকাশের মতোই উদার। আমার এই প্রেম নীরবে নিভৃতে কলকল রবে বয়ে যাওয়া পাহাড়ি ঝর্ণার মতোই অবিরত। আমার এ ভালোবাসা যেন জান্নাতি হুর-গেলমানের মতোই স্বচ্ছ, সুন্দর, চির’যৌবনা! আমার ভালোবাসা বেহেস্তি ঝর্ণা হোমায়রা তাসনিমের জলের মতো তৃপ্তিকর, যা একবার পানে মিঠবে শত শত বছরের তৃষ্ণার জ্বালা! আমি ওই জলে ভাসা পল্লবে দৃষ্টি রেখে, তোমার জলছবি একে যাই রোজ বিমুগ্ধ নয়নে। ভালোবাসার পুচ্ছ নাড়িয়ে নরম কোমল হৃদে হৃদয় রেখে আমার সমস্ত ভালোবাসার সাতকাহন শুনাবো তোমাকে। কস্তুরী মৃগের গন্ধটুকুন শুষে নেবো তোমার বুকে জমিনের গুচ্ছিত সম্ভার থেকে... তারপর সুধা ভরে নিয়ে অনন্তকাল বাঁচবার স্বপ্ন দেখবো তোমাকে নিয়ে। আমার মনের প্রাসাদে প্রগাঢ় ভালোবাসারা আবিরের তুলির ছোঁয়ায়Ñ একমাত্র তোমাকেই যে আঁকে ভালোবাসার রঙে। তুমিহীনা প্রতিনিয়ত আমি মরার আগেই বারংবার আমার জীবন্ত সমাধি রচনা করি! অতএব, তোমাকে ছাড়া আমার বেঁচে থাকাটা দায় তিলোত্তমাÑ তোমার সু’শীতল বুকে মাথা রেখে মরণ’কে জয় করতে চাই সহস্রবার। আমি বলিষ্ঠ কণ্ঠে বলে যেতে চাই তিলোত্তমা আমি শুধুমাত্র তোমাকেই ভালোবাসি! আমার ডায়েরীর প্রতিটি কবিতা শুধু তোমার নামে তিলোত্তমা। তিলোত্তমা সত্যি আমি তোমাকে ভীষণ ভালোবাসি। বড্ড বেশী ভালোবাসি তোমাকে!