বইটিতে রয়েছে জৈব যৌগ এর সবচেয়ে গোছানো বিন্যাস,এখানে রয়েছে সকল বিক্রিয়া,সেগুলো কত কত সালে এসেছে,মেকানিজম বিগত বছরের প্রশ্ন,প্রাক্টিস করার জন্য অসংখ্য প্রশ্ন।এক কথায় এর চেয়ে ভালো জৈব যৌগের বই হতে পারে না। QNA সমন্বিত জৈব রসায়ন FOR HSC। জৈব রসায়ন বিষয়ে পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে এই বইটি অত্যন্ত সহায়ক। বইটি কাদের জন্য? QNA সমন্বিত জৈব রসায়ন আনাস ফেরদৌস ও মো. মেহেদী হাসান জিহাদের লিখিত বইটি উচ্চ মাধ্যমিক পর্যায়, ইঞ্জিনিয়ারিং, মেডিক্যাল, ডেন্টাল ও বিশ্ববিদ্যালয় ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য লিখিত। বইটি লেখার উদ্দেশ্য জৈব রসায়ন For HSC বইটি লেখার ২টি উদ্দেশ্যের একটি হলো - পুরোনো বই থেকে জৈব যৌগ পড়ার প্রবণতা কমানো। দ্বিতীয়ত, বাজারের অন্যান্য বইয়ের তুলনায় পূর্ণাঙ্গভাবে জৈব যৌগের সব টপিক আলোচনা করা হয়েছে এই বইতে। কী রয়েছে বইটিতে? বইটিতে রয়েছে জৈব রসায়ন এর সবচেয়ে গোছানো বিন্যাস। QNA সমন্বিত জৈব রসায়ন QNA publications এর বইটিতে মোট ১৬টি অধ্যায়ে পুরো জৈব রসায়ন তত্ত্বীয় আলোচনা করা হয়েছে। প্রতি অধ্যায়ে বিক্রিয়ার পাশে HSC Admission এর সাথে সাল দেওয়া হয়েছে। এখানে রয়েছে সকল বিক্রিয়া, সেগুলো কত কত সালে এসেছে, মেকানিজম, বিগত বছরের প্রশ্ন, অনুশীলন করার জন্য অসংখ্য প্রশ্ন। বিস্তারিত আলোচনা ১৬টি অধ্যায়ে তত্ত্বীয় আলোচনা অনেক মজার উপায়ে ও আকর্ষনীয় ভাবে জৈব রসায়নের বিস্তারিত আলোচনা করা হয়েছে। এখানে কয়েকটি ভাগে অধ্যায়গুলো সাজানো হয়েছে। গুরুত্বপূর্ণ তত্ত্ব, সাধারণ বৈশিষ্ট্য, সাধারণ প্রস্তুতি, শনাক্তকরণ, সংশ্লিষ্ট বিক্রিয়াসমূহ আলোচনা করা হয়েছে। রিভিশন দ্বিতীয়ভাগে রয়েছে এক নজরে রিভিশন। এখানে প্রতিটি অধ্যায়ে প্রধান যৌগগুলোর প্রস্তুতি, শনাক্তকরণ ও সংশ্লিষ্ট বিক্রিয়াসমূহ Reaction Tree এর মাধ্যমে দেখানো হয়েছে। বিক্রিয়ার মেকানিজম জৈব যৌগ (QNA Somonnito Joibo Rosayon) আলোচনায় সব বিক্রিয়া দেওয়ার পাশাপাশি এর মেকানিজম দেওয়া হয়েছে। কোনটা নামীয় ও কোনটি কনভার্সন বিক্রিয়া তা যথাক্রমে N ও C দিয়ে চিহ্নিত করা হয়েছে। যাতে শিক্ষার্থীরা গভীরভাবে টপিক পড়তে পারে। অধ্যায়ভিত্তিক প্রশ্নব্যাংক প্রতিটি অধ্যায় শেষে থাকবে অধ্যায়ভিত্তিক HSC ও Admission এর প্রশ্নব্যাংক। যার মধ্যে লিখিত ও এমসিকিউ প্রশ্ন থাকবে। এছাড়া বিভিন্ন কলেজে আসা জৈব রসায়ন সৃজনশীল প্রশ্নগুলোর উত্তর দেওয়া হয়েছে। QNA গুরুত্বপূর্ণ জ্ঞান ও অনুধাবণ এই অংশে প্রতি অধ্যায়ে অধ্যায়ভিত্তিক বোর্ড ও বিভিন্ন কলেজ থেকে আসা সৃজনশীল (QNA Somonnito Joibo Rosayon Anas Ferdous) প্রশ্নগুলোর ক ও খ নং এর জন্য যথাক্রমে জ্ঞানমূলক ও অনুধাবণমূলক প্রশ্ন ও উত্তর দেওয়া হয়েছে। ইঞ্জিনিয়ারিং ভর্তি প্রশ্ন QNA সমন্বিত জৈব রসায়ন for HSC academic বইয়ের ৩য় ভাগে প্রতি অধ্যায়ে অধ্যায়ভিত্তিক BUET, KUET, RUET, CUET এর ভর্তি পরীক্ষায় আসা লিখিত প্রশ্নগুলো উত্তরসহ দেওয়া হয়েছে। মেডিক্যাল ও ডেন্টাল ভর্তি প্রশ্ন বইয়ের চতুর্থ অংশে প্রতি অধ্যায়ে অধ্যায়ভিত্তিক মেডিক্যাল ও ডেন্টাল ভর্তি পরীক্ষায় আসা এমসিকিউ প্রশ্নগুলোর উত্তরসহ দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় ভর্তি প্রশ্ন বইয়ের পঞ্চম অংশে প্রতিটি অধ্যায় ভিত্তিক ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, লেদার টেকনোলজি, বুয়েট, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় আসা এমসিকিউ প্রশ্নগুলোর উত্তর দেওয়া হয়েছে। জৈব রসায়ন বিষয়ে এইচএসসি ও বিশ্ববিদ্যালয়ের সম্মিলিত প্রস্তুতি নিতে QNA সমন্বিত জৈব রসায়ন FOR HSC বইটি।