দিলারা মেসবাহ বহুমাত্রিক লেখক। নানান পরিচয় তার। বিশিষ্টি কথাসাহিত্যিক, কবি, শিশুসাহিত্যিক তবে সব পরিচয় ছাপিয়ে তার কথাসাহিত্যিক পরিচয়টাই উজ্জ্বল। অনেক উজ্জ্বল ছোটগল্প তার কলম থেকে নি:সৃত হয়েছে। কিন্তু অনেকেই হয়তো জানেন না শিশুসাহিত্য রচনার মধ্য দিয়েই সাহিত্যের অঙ্গনে তার আত্মপ্রকাশ। তার প্রথম প্রকাশিত গ্রন্থটিও শিশুতোষ ছড়া-কবিতার। শিশুমনের বিচিত্র ভাবনা তার ছড়া-কবিতার উপজীব্য। তবে কথা সাহিত্যিক খ্যাতি তার ছড়া-কবিতাকে কিছুটা আড়াল করে রাখলেও তাতে তার ছড়াকার সত্তা বিলুপ্ত করতে পারেনি। এই বইটি তারই উজ্জ্বল দৃষ্টান্ত। চমৎকার ছন্দদোলায়, অন্ত্যমিলে প্রাণবন্ত এই লেখাগুলো। তার পাঠকমাত্রই জানেন রম্য রচনায় কী নিপুণ দক্ষতায় বাঙময় দিলারা মেসবাহ'র কলম! এই ছড়ার বইটিতে সেই রম্যমেজাজ মাঝে মাঝেই দ্যুতি ছড়িয়েছে। হাসির তরঙ্গ ছড়িয়েছে, একেবারেই নির্মল হাসির দ্যুতি! দিলারা মেসবাহ এই গন্থে শিশু-কিশোর পাঠ্য ছড়া-কবিতা যেমন উপহার দিয়েছেন, তেমনই সব বয়সের পাঠকের মনে আনন্দের দিতে পারে এমন কিছু ছড়া-কবিতাও সংকলিত করেছেন। কিছু লেখা নির্মল আনন্দ জোগাবে, আবার কিছু লেখা সমকালীন সমাজের চিত্র ছন্দে মূর্ত করে তুলবে। বইটি সব বয়সী পাঠকেরই ভালোলাগার উৎস হবে- এই আমার দৃঢ় বিশ্বাস। -কবি নাসির আহমেদ