বিজ্ঞানীরা নানা পরীক্ষা-নিরীক্ষা করার পর বলেছেন যে পৃথিবীতে প্রাণের উত্তর হয়েছে ৩,০০০ মিলিয়ন বছর আগে। সামুদ্রিক এক ধরনের ব্যাকটেরিয়া হলো পৃথিবীর আদিম প্রাণ। এর মধ্যে প্রাণের সঞ্চার হলো। তারপর ধীরে ধীরে পৃথিবীতে অন্যান্য প্রাণের বিকাশ ঘটেছে। এ পৃথিবী ধ্বংসের আগেই আগের আরেক পৃথিবীর সন্ধানে মরিয়া হয়ে পড়েছে বিজ্ঞানীরা মঙ্গল গ্রহে মানুষ বসতি গড়তে চলছে। মঙ্গলগ্রহে নিয়ন্ত্রিত একটি ঘর তৈরি করে, সেখানে যাতে প্রয়োজনীয় চাষাবাদ করা যায়, এ লক্ষ্যে এই গবেষণা চালাচ্ছেন গবেষকেরা। পরিকল্পনা অনুযায়ী, স্পেসএক্সের তৈরি ড্রাগন নভোযানে চড়ে প্রথমবার ১০ জন যাত্রা করবেন মঙ্গলের উদ্দেশে। মঙ্গলের প্রতিকূল পরিবেশে টিকে থাকার কৌশল আবিষ্কার করে যাত্রীরা নতুন সভ্যতাকে আরও বড় করার সুযোগ তৈরি করতে পারবেন। পরিকল্পনা অনুযায়ী, মঙ্গল গ্রহে ভ্রমণ ছাড়াও সেখানে বসবাস উপযোগী অবকাঠামো তৈরির জন্য আগ্রহী যাত্রীদের কাজ করতে হবে। যারা অর্থ খরচ করে মঙ্গল গ্রহে যাবেন, তারা সঙ্গে করে প্রয়োজনীয় উপকরণ বহন করবেন, যাতে ভবিষ্যৎ প্রজনের জন্য মঙ্গলে স্থায়ী বসত তৈরি করা সম্ভব হয়। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের বিজ্ঞানীরা মহাকাশে শবজি চাষ করে ইতিহাস গড়েছেন। প্রথমবারের মতো তারা তাজা সবজি খেয়েছেন মহাকাশে। মহাকাশ স্টেশনেই চাষ মানে পৃথিবীর বাইরে শূন্য অভিকর্ষে চাষাবাদ। আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে ছোট আকারে সবজি চাষ শুরু হয়েছে ২০০২ সাল থেকে। দীর্ঘ সময় গবেষণা করে মাইক্রোগ্যাভিটিতে লাল রঙের লেটুস পাতা ফলাতে সক্ষম হয়েছেন তারা। এরকম জানা অজানা অনেক তথ্য নিয়ে সাজানো হয়েছে এবং সাথে রয়েছে কুইজ। আমার বিশ্বাস শিক্ষার্থীদের শিক্ষাজীবনে অনেক সহায়ক হবে এ বইটি।