আসসালামু আলাইকুম। “নতুনের সাথে নতুন উদ্যমে” শিক্ষার্থীদেরকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে ছায়ামঞ্চ পাবলিকেশন্স (লি:) এর প্রচেষ্টার উপহার “ছায়ামঞ্চ জাবি ভর্তি সহায়িকা D Unit” বইটি। তোমরা জানো যে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনেকগুলো শিফট ও অনেক গুলো সেটের মাধ্যমে ভর্তি পরীক্ষা নেয়া হয়। এক শিফটের সাথে অন্য শিফটের প্রশ্নের মিল থাকে না। কিন্তু প্রশ্নের কোয়ালিটি একই থাকে। বাজারের প্রচলিত বইগুলোতে মাত্র ২/৩ সেটের প্রশ্ন থাকে। সবগুলো সেটের প্রশ্ন থাকেনা। এতে বিগত বছরের প্রশ্ন সম্পর্কে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার্থীরা ক্লিয়ার ধারণা পায়না। তাই আমরাই বাংলাদেশে প্রথম এই বইটিতে অধ্যায় ভিত্তিব সকল শিফট ও সকল সেটের প্রশ্ন একসাথে সংযুক্ত করেছি; যা প্রকাশনা জগতের অন্য কোনো বইয়ে নেই। সবচেয়ে বেশি শিফট ও সবচেয়ে বেশি সেট প্রদানে আমরাই প্রথম ও সর্বশ্রেষ্ঠ। মানুষ যদি তার অজ্ঞতা বুঝতে পারে, তাহলে তার কাজ সুন্দর থেকে সুন্দরতম হয়। বইটিকে ত্রুটিমুক্ত ও কল্যাণপ্রসূ করে তোলার জন্য আমরা সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়েছি। কিন্তু ত্রুটি থাকা অসম্ভব নয়। বইটির উৎকর্ষ সাধনে সর্বোচ্চ অবকাশ আমাদের রয়েছে। ইনশাল্লাহ... আমাদের চেষ্টা অব্যাহত থাকবে। প্রতিটি সংস্করণে প্রতিটি প্রশ্নকে আমরা সহজ থেকে সহজতর পদ্ধতিতে প্রাণবন্ত করে উপস্থাপন করার প্রয়াস রেখে যাচ্ছি। কেননা- সর্বোচ্চ সফলতা পেতে হলে সর্বোচ্চ ভালো মানের দিক নির্দেশনাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর ছায়ামঞ্চ পাবলিকেশন্স (লি:) শিক্ষার্থীদের জন্য ঐ ঐকান্তিক প্রচেষ্টা-ই চালিয়ে যাচ্ছে যাতে শিক্ষার্থীদের কষ্টার্জিত সাধনায় স্বাপ্নিক বাস্তবতার রূপকার হওয়ার পথের ক্ষুদ্র অংশীদার হতে পারে।
Title
ছায়ামঞ্চ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি সহায়িকা - D Unite