সবক'টা জানালা খুলে দাও না আমি গাইব, গাইবো বিজয়েরই গান। ওরা আসবে চুপি চুপি, যারা এই দেশটাকে ভালোবেসে দিয়ে গেছে প্রাণ..... আহমেদ ইমতিয়াজ বুলবুলের লেখা অনবদ্য সেই গানের কলি। যেন এই গানটিকে স্মরণ করেই স্থপতি ফরিদ ইউ আহমেদ ও জামি আল শাফি নির্মাণ করেছেন শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধটি। যেখানে জীর্ণ দেয়ালের গায়ে স্থাপন করেছেন আকাশসম এক বিশাল জানালা। সেই খোলা জানালা দিয়ে কান্নার মতো ভেসে আসে গানের সুর। ঠিক একই ভাবে আমাদের সাধারণের জীবনে মুক্তিযুদ্ধের প্রভাব অপরিসীম। 'গন্ধরাজ ভালোবাসা' গল্প সংকলনে লেখক অমিতা মজুমদার সেই সব সাধারণের না বলা অসাধারণ গল্পগুলো তুলে এনেছেন। বেশিরভাগ গল্পে মুক্তিযুদ্ধ এসেছে স্মৃতির পাতায়। যুদ্ধ আর তার পরবর্তীতে সাধারণের জীবনে অর্থনৈতিক ও রাজনৈতিক প্রভাব খুব স্পষ্টভাবে লেখক ফুটিয়েছেন। গল্প পড়তে পড়তে পাঠকের মনে হবে - এত ত্যাগ তিতিক্ষায় পাওয়া স্বাধীনতার আসল সুবাস কি আমরা পেয়েছি? সেই প্রশ্নের উত্তর আমি পাঠকের অনুভূতির কাছে জমা রাখলাম। তবে লেখকের কলমে আমি খুঁজে পেয়েছি তীব্র ভালোবাসার সুবাস। যেমন করে বাগানককে সুবাসিত করে নিরহংকারী সাদা গন্ধরাজ।