"নজরুল স্মৃতি চারণে অবিস্মরণীয় তিন বন্ধুঃ শৈলজানন্দ, মুজফফর আহমদ, নাসিরউদ্দীন" বইটির প্রথম ফ্ল্যাপ-এর লেখাঃ 'নজরুল স্মৃতিচারণে অবিস্মরণীয় তিন বন্ধু' গ্রন্থটিতে লেখক, নজরুলকে ঘিরে তাঁর তিনবন্ধু শৈলজানন্দ, কমরেড মুজফ্ফর এবং 'সওগাত' সম্পাদক মোহাম্মদ নাসিরউদ্দীনের নানা অজানা বিবরণ অনেক গভীর ভালবাসা ও মমত্বে পাঠকের সম্মুখে তুলে ধরেছেন। এঁদের মধ্যে শৈলজানন্দ ছিলেন কবির বাল্যবন্ধু এবং অনেকটাই সতীর্থ; যদিও দু'জনে একই স্কুলের ছাত্র ছিলেন না। শৈলজানন্দের সঙ্গে নজরুলের সম্পর্ক এবং তাঁদের দু'জনকে ঘিরে অন্য বন্ধুদের সম্পৃক্ততা এবং তারই ভেতরে ‘ছিনু' নামের কোন এক গরীব সহপাঠী বন্ধুর নিত্যদিনের সাহচর্য শুধু নয়, নজরুলের উপর তাঁর খবরদারির পাশাপাশি তাঁকে ঘিরে এমন দরদভরা ভালবাসার কথা নজরুলের মনে না থাকলেও শৈলজানন্দ সে সবের এক অসাধারণ স্মৃতিচারণ এমনই আবেগঘন করে বলেছেন, পড়তে গেলে স্বভাবতই চোখের অশ্রু বাঁধ মানে না। এমনই আর এক চরিত্র 'দুর্গা'। পূর্বস্বামীর সন্তানকে বিদেশী স্বামীর কাছে পরিচয় না দিতে পারলেও আপন রক্তকে তো মা অস্বীকার করতে পারে না! সন্তান 'চোর' হলেও ‘মা’ তো ‘মা-ই'। অভুক্ত সন্তান না খেলে মায়ের খাওয়া হয় না। ঘটনাটি ছোট কিন্তু এক অসাধারণ মমত্ববোধে শৈলজানন্দ বিষয়টিকে নিয়ে এলেন এক চিরন্তন মাকে পরিচয় করে দেবার জন্য। তারই পাশাপাশি ‘পঞ্চ' নামের বড়লোকবন্ধু পঞ্চলাট নামেই যিনি বন্ধুদের নিকট পরিচিত, এমনিভাবে শৈলেন সহ আরও অনেকেই নিজের জীবনের সাথে নজরুলের জীবনকে মিলিয়ে যে অবিস্মরণীয় আর্তি ছড়ালেন শৈলজানন্দ, কমরেড মুজফ্ফর এবং মোহাম্মদ নাসিরউদ্দীন উভয়ের সাথে 'বাকহীন' হবার পূর্বমুহূর্ত পর্যন্ত নজরুলের কবি হিসেবে বেড়ে উঠবার মুহূর্তগুলো অসাধারণ প্রীতিময়তায় ভরে উঠেছে। এই গ্রন্থে বিধৃত নজরুলের সঙ্গে রানুসোম যেন বিনি সুতোর মালার মতই তাঁর জীবনের সঙ্গে জড়িয়ে রয়ে গেলেন। শৈলজানন্দ নজরুলের বাল্যকালের যে চিত্র এঁকেছেন, তাঁর দেখা মেলা ভার। এরই মধ্যে তাঁর নিজের অসাম্প্রদায়িক ভাবনা সে সময়ের সাম্প্রদায়িক জীবনধারাকে কষাঘাত করেছে। দুইবন্ধু যে একই ভাবনার পথিক ছিলেন-তা বেশ বোঝা যায়। নজরুলের কবি হিসেবে বেড়ে উঠবার পেছনেও সওগাত সম্পাদক মোহাম্মদ নাসিরউদ্দীনের যেমন কোন বিকল্প নেই, তেমনি চতুর্দিকের দুঃসহ পরিবেশ থেকে নজরুলকে ছায়ার আগলে রাখাও বুঝি কমরেড মুজফ্ফরের বড় দায়িত্ব ছিল। বলতে কি, গোটা বই নজরুলের সঙ্গে তিনবন্ধু আবহমান একত্রেই থেকে গেলেন।
Title
নজরুল স্মৃতি চারণে অবিস্মরণীয় তিন বন্ধুঃ শৈলজানন্দ, মুজফফর আহমদ, নাসিরউদ্দীন