সমস্ত প্রশংসা আল্লাহর, যাঁর নেয়ামতে যাবতীয় ভালো কাজ পূর্ণতা পায়, যার অনুগ্রহে কল্যাণ আর বরকত বর্ষিত হয়, যাঁর দেওয়া তাওফিকে সমস্ত লক্ষ্য-উদ্দেশ্য পূর্ণ হয়। সালাত ও সালাম সাইয়িদুল কাইনাত হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং সম্মান ও মর্যাদার অধিকারী তাঁর পরিবারবর্গ ও সাহাবিদের উপর। আমাদের ইমাম আর শায়খগণের উপরও আল্লাহর সন্তুষ্টি বর্ষিত হোক। তাঁরা সবাই ছিলেন ইলম ও হিদায়েতের উজ্জ্বল। আলোকবর্তিকাস্বরূপ। বিভিন্ন সময় বিভিন্ন প্রয়োজনে বাংলা, আরবী ও ইংলিশে যে সব বই-পুস্তিকা লিখার সুযোগ হয়েছে, সংখ্যায় ১০ এর উপরেই হবে। গত কয়েক বছরে যা লিখেছি এবং যা আলোচনা করেছি ও রেকর্ড হয়েছে যদি প্রতিটি বিষয়ে একটি করে রিসালাহ / পুস্তিকা লেখা হয়, কয়েক শত তো হবেই। বললাম না হাজার দুই হাজার। গত ৬/৭ বছরে কিতাব মুতালাআহ ৩৫ থেকে ৪০ হাজার ঘণ্টা হবে, আমার হিসাবে । বেশীও হতে পারে। Yal sashi যে কারণে এই স্মৃতিচারণ, এই দীর্ঘ সময় ধরে মাঝে মাঝেই যাতে নিখোঁজ হয়েছি তার বাস্তব রূপ হল “প্রিয় নবীজির প্রিয় দোয়া”। সব শেষে সান্ত্বনা এখানেই পেয়েছি। ২০১৮ সালে নিউইয়র্ক থেকে বাংলা ও ইংলিশে মাদ্রাসার ছাত্রদের সিলেবাস হিসাবে ১ম ছাপা হয় "দয়াল নবীজীর দোয়া” নামে।