শেখ হাসিনা, মাননীয় প্রধানমন্ত্রী- যেমন বাঙালির গর্ব, তেমনই আমাদের উৎসাহ, উদ্দীপনা ও সাহসের প্রতীক, রোল মডেল। তাঁর মানবতাবাদী ও বিচক্ষণ নেতৃত্বের সুখ্যাতি ছড়িয়ে পড়েছে বিশ্বময়। পিতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মাতা বেগম ফজিলাতুন্নেছার মানবিক জীবনাদর্শে গড়ে ওঠা ধীশক্তি সম্পন্ন গণমানুষের সংশপ্তক জননেত্রীর অনন্য উদাহরণ তিনি। তাঁর জন্ম এবং শৈশব কাটে টুঙ্গীপাড়ার পিত্রালয়ে, পরে ঢাকায়। ছোটবেলা থেকেই তিনি ছিলেন মা-বাবা ও দাদা-দাদির আদরের ‘হাসু’। বাংলার সবুজ শ্যামল প্রকৃতির সঙ্গে মিশে গিয়ে গ্রামীণ খেলাধুলা আর হৈ হুল্লোড় করে কাটানো হাসুর শৈশব। বুদ্ধিমতী ও সবার প্রিয় ‘হাসু’ জীবন সংগ্রামের নানান ঘাত-প্রতিঘাত, হত্যা-ষড়যন্ত্রের মুখোমুখি হয়েও অবিচল দৃঢ় মানসিক শক্তিতে হয়ে ওঠেন সকলের প্রিয়, অনন্য আলোকিত রাজনৈতিক ব্যক্তিত্বে। স্বজনদের হারিয়ে আজকের সফল রাজনৈতিক ব্যক্তিত্ব শেখ হাসিনা গণমানুষের জননেত্রী হয়ে ওঠেন, লাভ করেন বৈশ্বিক স্বীকৃতিও সম্মাননা। সর্বমানবিক গুণের অপূর্ব নির্দশন ছিল পিতা-মাতার মধ্যে, রক্তসূত্রে তাঁর সবটুকুই পেয়েছেন শেখ হাসিনা। আজকের এই তাঁকে তৈরি করেছে পোড়খাওয়া রাজনীতি, বিস্তর অভিজ্ঞতা, নিজের চড়াই-উৎড়াই, উত্থান-পতনের বিরল সব অভিজ্ঞতা। ঐতিহ্যবাহী রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামীলীগের চার দশকের সভাপতির সফল নেতৃত্ব এবং নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করে মেধা, দক্ষতা, প্রজ্ঞা ও যোগ্যতায় সরকার পরিচালনার দায়িত্ব পালন করে বিশ্বনেত্রী হয়ে ওঠার উল্লেখযোগ্য ঘটনা ও স্মৃতিকাহিনি স্থান পেয়েছে জীবনীগ্রন্থটিতে। শেখ হাসিনা, মাননীয় প্রধানমন্ত্রী- যেমন বাঙালির গর্ব, তেমনই আমাদের উৎসাহ, উদ্দীপনা ও সাহসের প্রতীক, রোল মডেল। তাঁর মানবতাবাদী ও বিচক্ষণ নেতৃত্বের সুখ্যাতি ছড়িয়ে পড়েছে বিশ্বময়। পিতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মাতা বেগম ফজিলাতুন্নেছার মানবিক জীবনাদর্শে গড়ে ওঠা ধীশক্তি সম্পন্ন গণমানুষের সংশপ্তক জননেত্রীর অনন্য উদাহরণ তিনি। তাঁর জন্ম এবং শৈশব কাটে টুঙ্গীপাড়ার পিত্রালয়ে, পরে ঢাকায়। ছোটবেলা থেকেই তিনি ছিলেন মা-বাবা ও দাদা-দাদির আদরের ‘হাসু’। বাংলার সবুজ শ্যামল প্রকৃতির সঙ্গে মিশে গিয়ে গ্রামীণ খেলাধুলা আর হৈ হুল্লোড় করে কাটানো হাসুর শৈশব। বুদ্ধিমতী ও সবার প্রিয় ‘হাসু’ জীবন সংগ্রামের নানান ঘাত-প্রতিঘাত, হত্যা-ষড়যন্ত্রের মুখোমুখি হয়েও অবিচল দৃঢ় মানসিক শক্তিতে হয়ে ওঠেন সকলের প্রিয়, অনন্য আলোকিত রাজনৈতিক ব্যক্তিত্বে। স্বজনদের হারিয়ে আজকের সফল রাজনৈতিক ব্যক্তিত্ব শেখ হাসিনা গণমানুষের জননেত্রী হয়ে ওঠেন, লাভ করেন বৈশ্বিক স্বীকৃতিও সম্মাননা। সর্বমানবিক গুণের অপূর্ব নির্দশন ছিল পিতা-মাতার মধ্যে, রক্তসূত্রে তাঁর সবটুকুই পেয়েছেন শেখ হাসিনা। আজকের এই তাঁকে তৈরি করেছে পোড়খাওয়া রাজনীতি, বিস্তর অভিজ্ঞতা, নিজের চড়াই-উৎড়াই, উত্থান-পতনের বিরল সব অভিজ্ঞতা। ঐতিহ্যবাহী রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামীলীগের চার দশকের সভাপতির সফল নেতৃত্ব এবং নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করে মেধা, দক্ষতা, প্রজ্ঞা ও যোগ্যতায় সরকার পরিচালনার দায়িত্ব পালন করে বিশ্বনেত্রী হয়ে ওঠার উল্লেখযোগ্য ঘটনা ও স্মৃতিকাহিনি স্থান পেয়েছে জীবনীগ্রন্থটিতে।
আবদুল্লাহ আল মোহন পাবনার যমুনা পাড়ের নগরবাড়ী ঘাটে ১৯৭৪ সালের ১০ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। প্রাতিষ্ঠানিক নাম আবদুল্লাহ আল মামুন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের প্রাক্তন ছাত্র। বিশ্ববিদ্যালয় জীবনে কাজ করেছেন দৈনিক ভোরের কাগজে। ইমপ্রেস টেলিফিলার বেসরকারি উন্নয়ন সংস্থা প্রশিকায় কাজ করেছেন ঢাকায় ভাসানটেক সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞানের সহকারি অধ্যাপক।