বইটি পড়ে কি জানবেন......... `R Programming' (পরিসংখ্যানের তথ্য-উপাত্তের বিশ্লেষণে ব্যবহৃত প্রোগ্রামিং ভাষা এবং সফটওয়ার) সম্পর্কে জানার জন্য R- প্রোগ্রামিংয়ের উপর বাংলায় লেখা বই আমি বাজারে খুঁজেছি। কিন্তু, বাংলায় সহজ করে লেখা এমন কোন বই বাজারে পাইনি। তখন নিজের কাছে মনে হলো; গত এক বছরে R- প্রোগ্রামিং সম্পর্কে আমি যা শিখেছি তা অনন্ত সকলের সঙ্গে বাংলায় শেয়ার করতে পারি। এ চিন্তা থেকেই এই বইটি লেখা। বইটিতে R- প্রোগ্রামিংয়ের বেসিক বিষয়গুলো যেমন, R- প্রোগ্রামিংয়ে কিভাবে আপনার নির্দেশনা অনুযায়ী ডাটা বিশ্লেষণ করে, ডাটাগুলোর গ্রাফিক্যাল উপস্থাপনা এবং R- প্রোগ্রামিংয়ের মাধ্যমে পরিসংখ্যানের মডেল তৈরি করে তা জানা যাবে। R- প্রোগ্রামিং দিয়ে ডাটা সায়েন্সের অন্যতম প্রধান কাজ ডাটা ক্লিনিং, ম্যানেজমেন্ট এবং ট্রান্সফরমেশনের কাজ সহজে কিভাবে করা যায় তাও জানা যাবে। এছাড়াও মেশিন লারনিং, পরিসংখ্যান এবং ইকোনোমেট্রিক্সের মডেলের পার্থক্য কোথায় এটাও জানতে পারবেন। পরিশেষে, R এবং Python (পাইথন) এর প্রোগ্রামিংয়ে বাক্য গঠনের তারতম্যের সাদৃশ্য বা বৈসাদৃশ্যতা দেখানো হয়েছে। বইটি মূলত অর্থনীতি, ব্যবসায় প্রশাসন এবং পরিসংখ্যানের শিক্ষার্থীদের কথা মাথায় রেখে লেখা হয়েছে। এই বিভাগগুলোর সকল শিক্ষার্থীর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের উপর বিশেষ কোন ধারণা নেই, কিন্তু ভবিষ্যতে তাদের এই বিষয় সংক্রান্ত কাজে প্রোগ্রামিং জ্ঞানের প্রয়োজন পড়বে। অন্যদিকে বইটির পাশাপাশি আমার ইউটিউব চ্যানেলেও R- এর উপর বাংলায় আলোচনা করা হয়েছে। আশা করি বইটি আপনার R- প্রোগ্রামিংয়ের উপর দক্ষতা একটু হলেও বৃদ্ধি করতে সাহায্য করবে।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের। অর্থনীতি বিভাগের একজন শিক্ষক। তিনি খুলনা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি বিভাগে। স্নাতক ১ম শ্রেণিতে ১ম স্থান অধিকার করে। পরবর্তীতে ইউনিভার্সিটি ব্রুনাই দারুসছালাম। থেকে স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেছেন। অস্ট্রেলিয়ান ইউনিভার্সিটি রিসার্চ। ফেলােশিপের আওতায় অর্থনীতি বিষয় পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি দেশে ' বিদেশে পূর্ণ এবং খণ্ডকালীন শিক্ষকতা। করেছেন। ২০১৮ সালে ইউনিভার্সিটি মালয়েশিয়া সাবাহ থেকে পােস্ট ডক্টরাল ফেলােশিপস সম্পন্ন করেন। প্রকাশিত তিনটি বইসহ তাঁর প্রায় পঞ্চাশের অধিক গবেষণা প্রবন্ধ, বুক চ্যাপ্টার এবং গবেষণাধর্মী লেখা। বিভিন্ন আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত হয়েছে। বাংলাদেশ সরকারের ডিজিটাল অর্থনীতির উপর তাঁর বিশেষ আগ্রহ এবং এ বিষয়ে গবেষণার প্রচেষ্টা রয়েছে। তিনি দুই কন্যা সন্তানের জনক।